বিলাসপুর, 6 জুন : কিছুদিন আগেই সামনে এসেছিল কেরালায় বাজি ভরতি আনারস খেয়ে হাতি মৃত্যুর ছবি । ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল দেশের সমস্ত প্রান্ত থেকে । পশু নির্যাতনের সেই একই ছবি আবারও সামনে এল বিলাসপুরে । এবারের শিকার এক গর্ভবতী গোরু । ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের বিলাসপুরের ঝনদুটা বিধানসভা কেন্দ্রের দাদার গ্রামে ।
একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, গোয়ালে বসে রয়েছে একটি গোরু । মুখ দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে । গোরুটিকে কেউ বাজি খাইয়ে দিয়েছে বলে অভিযোগ করছেন গোরুর মালিক গুরদয়াল সিং । তাঁর কথায়, " কেউ গোরুটাকে বাজি খাইয়ে দিয়ে পালিয়ে গেছিল । গোরুটি কিছুদিনের মধ্যে বাচ্চাপ্রসব করত ।"
গোরুর মালিক গুরদয়াল সিংয়ের অভিযোগ , তাঁর প্রতিবেশীই গোরুকে বাজি খাইয়েছেন । ঘটনার জেরে লিখিত অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় থানায় । ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পরে আজ DSP সঞ্জয় শর্মা ঘটনাস্থানে আসেন । স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ । স্থানীয়দের বয়ান নেওয়া হয় । পাশাপাশি, ঘটনাস্থান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে FSL ল্যাবেরটরিতে পাঠানো হয় তদন্তের জন্য ।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি যথেষ্ট সংবেদনশীল । যদি কেউ দোষী প্রমাণিত হয়, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । DSP সঞ্জয় শর্মা জানিয়েছেন, পশুদের উপর নির্যাতন আইনের 286 ধারার আওতায় মামলা দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।