দিল্লি, 13 অক্টোবর : সামনের বছরের শুরুতেই ভারতে মিলতে পারে কোরোনার প্রতিষেধক । এক নয়, একাধিক সংস্থার তরফে বাজারে আনা হবে কোরোনার প্রতিষেধক । এমনই আশার কথা শোনালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ।
মন্ত্রীদের সঙ্গে বৈঠকে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা আশা করছি সামনের বছরের শুরুতেই একাধিক সংস্থার থেকে কোরোনা প্রতিষেধক পাওয়া যাবে । আমাদের বিশেষজ্ঞ দল দেশের বিভিন্ন প্রান্তে কোরোনার প্রতিষেধক কীভাবে পৌঁছে দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই প্ল্যানিং সেরে ফেলেছে । প্রথম কাদের দেওয়া হবে কোরোনা প্রতিষেধক তা নিয়েও আলোচনা হয়ে গেছে । পাশাপাশি প্রতিষেধককে সংরক্ষিত করে রাখতে কোল্ড চেইন ব্যবস্থা আরও মজবুত করার কথা চিন্তা-ভাবনা করা হচ্ছে । "