পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এগজ়িট পোল সমীক্ষা সব ভুল : শশী থারুর - exit poll reports

নির্বাচন পরবর্তী এগজ়িট পোল সমীক্ষায় দেখা গেছে BJP পরিচালিত NDA ফের সরকার গঠন করতে চলেছে । এই সমস্ত বুথ ফেরত সমীক্ষাকেই "ভুল" বলে টুইট করেছেন কংগ্রেস নেতা শশী থারুর । সেইসঙ্গে উদাহরণ হিসেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের প্রসঙ্গ তুলে ধরেছেন ।

শশী থারুর

By

Published : May 20, 2019, 7:08 PM IST

দিল্লি, 20 মে : শেষ দফার নির্বাচনের পর গতকাল বিভিন্ন এগজ়িট পোলের সমীক্ষা NDA (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স)-কে এগিয়ে রেখেছে । বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, অনেক বেশি সংখ্যক আসন নিয়ে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে BJP নেতৃত্বাধীন NDA জোট । এই প্রসঙ্গেই কংগ্রেস নেতা শশী থারুর একটি টুইট করেন । সেখানে তিনি বলেন, "আমি বিশ্বাস করি এগজ়িট পোলের সমীক্ষা সব ভুল । গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় 56টি বিভিন্ন এগজ়িট পোলের সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছিল । আমাদের দেশে অনেকেই সরকারের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান । তাই যাঁরা এই সমীক্ষা করেন তাঁদের সামনে সত্যি বলেন না । তাই সঠিক ফলাফলের জন্য আমাদের 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ।" এবারের নির্বাচনে শশী থারুর তৃতীয় বারের জন্য কেরালার তিরুবনন্তপুরম লোকসভা আসন থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

এগজ়িট পোল যে ভুল হতে পারে, সেই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের উদাহরণ তুলে ধরেন শশী থারুর । মরিসন সমস্ত এগজ়িট পোলের সমীক্ষাকে ভুল প্রমাণিত করেন ।

উল্লেখ্য, এগজ়িট পোলের সমীক্ষা 542 আসনের মধ্যে প্রায় 300 আসনে BJP-নেতৃত্বাধীন NDA-কে এগিয়ে রেখেছে । অন্যদিকে কংগ্রেস ও তার জোটসঙ্গীরা 120টির আশপাশে আসন পেতে পারে ।

এই বুথ ফেরত সমীক্ষা নিয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ টুইট করে বলেন, "প্রতিটি এগজ়িট পোলের সমীক্ষা অবশ্য ভুল হতে পারে না ।"

তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্য এগজ়িট পোলের এই সমীক্ষাকে মান্যতা দেননি । তাঁদের বক্তব্য, অতীতেও দেখা গেছে এই ধরনের অ্যানালিসিস ভুল প্রমাণিত হয়েছে । নাইডু টুইট করে বলেন, "পুনরায় এগজ়িট পোল জনমত বুঝতে ভুল করেছে । অনেক ক্ষেত্রেই দেখা গেছে এগজ়িট পোল ভুল প্রমাণিত হয়েছে এবং বাস্তবিক জনমতের সঙ্গে তার কোনও মিল নেই । " অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন, "আমি এগজ়িট পোলের এইসব গসিপ বিশ্বাস করি না । পরিকল্পনা হল এই সব গসিপ করে হাজার হাজার EVM-এ কারচুপি করা । আমি সমস্ত বিরোধী দলগুলিকে এক, শক্তিশালী হতে আবেদন করছি । আমরা সবাই মিলিতভাবে লড়াই করব । "

ABOUT THE AUTHOR

...view details