পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্র-হরিয়ানায় গেরুয়া ঝড়ে ধরাশায়ী হবেন বিরোধীরা, বলছে সমীক্ষা - মহারাষ্ট্র

মহারাষ্ট্র ও হরিয়ানায় গেরুয়া ঝড়ে উড়ে যেতে পারেন প্রতিপক্ষ, বলছে বুথফেরত সমীক্ষা ৷

মহারাষ্ট্র-হরিয়ানায় গেরুয়া ঝড়ে ধরাশায়ী হবেন বিরোধীরা, বলছে সমীক্ষা

By

Published : Oct 22, 2019, 6:22 AM IST

দিল্লি, 22 অক্টোবর : ফের গেরুয়া ঝড়ে উড়ে যাবেন বিরোধীরা ৷ মহারাষ্ট্র, হরিয়ানা দুই রাজ্যেই ফুটছে পদ্ম মনে করা হচ্ছে এমনই ৷ বেশ কয়েকটি বুথফেরত সমীক্ষা অনুযায়ী, BJP-শিবসেনা জোটের কাছে মহারাষ্ট্রে গেরুয়া বাহিনীর কাছে ধরাশায়ী হতে চলেছেন বিরোধীরা ৷ একই চিত্র হরিয়ানার ক্ষেত্রেও ৷

একটি বুথফেরত সমীক্ষা বলছে, মহারাষ্ট্রের 166 থেকে 194টি আসনের কাছাকাছি ভোট পাবেন দেবেন্দ্র ফড়নবীশরা ৷ কোনও কোনও সমীক্ষায় বলা হয়েছে 211টি পর্যন্ত আসন পেতে পারে নরেন্দ্র মোদির দল অন্যদিকে কংগ্রেস-NCP জোট 70 থেকে 90টি আসন পাওয়ার কথা ৷ হরিয়ানার ক্ষেত্রে 90টি আসনের মধ্যে BJP 66 থেকে 69টি দখল করবে বলে জানাচ্ছে সমীক্ষা ৷ অথচ 2014 সালে 47টি আসনে জয়ী হয়েছিল BJP ৷ আসন সংখ্যা আরও অনেকটাই বাড়ার ইঙ্গিত দিয়েছে বুথফেরত সমীক্ষা ৷ RSS সদস্য মনোহরলাল খট্টরের রাজ্যেও যে পদ্মই শোভা পাবে, এমনটাও জানিয়েছে সমীক্ষাগুলি ৷

দেশের বেহাল অর্থনীতি, একের পর এক কৃষকের আত্মহত্যা, দেশজুড়ে গণপিটুনিতে হত্যা, বেকারত্বের মতো ইশুগুলিকেই প্রচারের হাতিয়ার করেছিলেন বিরোধীরা ৷ কিন্তু BJP বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এলে তা বিরোধীদের পক্ষে বড়সড় ধাক্কা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ বৃহস্পতিবার ফল প্রকাশের পরই ছবিটা স্পষ্ট হবে এতে কোনও সন্দেহ নেই ৷

আজ দুই রাজ্যেই গত বারের চেয়ে কম ভোট পড়েছে । গতবছর তিন রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল মাথায় রেখে প্রচারে কোনও ঘাটতি রাখেনি BJP। ভোটগ্রহণ শেষের পর বেশ কয়েকটি সংবাদ সংস্থা বুথফেরত সমীক্ষার কথা জানায় ৷ প্রতিটি সমীক্ষাই বলছে লোকসভা নির্বাচনের মতোই গেরুয়া ঝড়ে উড়ে যেতে পারেন বিরোধীরা ৷ লোকসভার ফলের প্রভাবই কাটিয়ে উঠতে পারেননি বিরোধীরা ৷ তাদের অগোছালো মনোভাবই আরও খানিকটা এগিয়ে দিয়েছে হয়তো BJP-কে ৷ সেক্ষেত্রে আবারও বিপুল পরিমাণ জনসমর্থন BJP-র পক্ষে গেলে তা বিরোধীদের আরও বেশি করে সমস্যায় ফেলবে বলেই মনে করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details