পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পেট্রল ও ডিজ়েলে সেস বাড়ায় মুদ্রাস্ফীতিতে প্রভাব পড়বে না : অর্থমন্ত্রী - with etv bharat

আজ সংসদে পেশ হল দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট । বাজেট পেশ করলেন দেশের প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ।

নির্মলা সীতারামন

By

Published : Jul 5, 2019, 9:17 PM IST

দিল্লি, 5 জুলাই : লিটার পিছু পেট্রল-ডিজ়েলে 1 টাকা সেস চাপানো হল । আজ সংসদে 2019 এর বাজেট পেশ করার সময় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । তবে এতে ভয়ের কিছু নেই, মুদ্রাস্ফীতির উপর এর কোনও প্রতিকূল প্রভাব পড়বে না । ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, "এই সরকারের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা দৃষ্টান্তমূলক ।" অতএব RBI-এর মুদ্রাস্ফীতি ব্য়বস্থাপনায় তেমন কোনও গুরুতর প্রভাব পড়বে না ।

আরও পড়ুন :অপরিবর্তিত আয়করে নির্মল বাতাস, পেট্রল-ডিজ়েলে বাড়তি সেস

প্রতিরক্ষা : প্রতিরক্ষার ভবিষ্যত প্রসঙ্গে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী তথা বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "প্রতিরক্ষা খাতে ব্যয় এবং পেনশনের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে । প্রতিরক্ষা পেনশনের ক্ষেত্রে বরাদ্দ বেড়ে হয়েছে 1 লাখ 12 হাজার 079.57 কোটি । যার ফলে মোট বরাদ্দ বেড়ে হয়েছে 4 লাখ 31 হাজার 010.79 কোটি টাকা । অর্থাৎ, কেন্দ্রীয় বাজেট বরাদ্দের 15.47 শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ।"

আরও পড়ুন :এই বাজেট 21 শতকের ভারতের আশা পূরণ করবে : প্রধানমন্ত্রী

শিক্ষা : অর্থমন্ত্রী জানান, ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করে তুলতে ন্যাশনাল এডুকেশন পলিসি 2019-র সঙ্গে তাল মিলিয়ে পদক্ষেপ নিতে হবে । সেইসঙ্গে গবেষণা সংক্রান্ত বিষয়গুলি আরও উন্নততর করতে ন্যাশনাল রিসার্চ ফান্ড তৈরি করা হবে । পাশাপাশি, "ভারতে অধ্যায়ন (স্টাডি ইন ইন্ডিয়া)"- এই উদ্যোগের প্রস্তাবনা দেওয়া হয়েছে । যাতে অধিক সংখ্যায় বিদেশি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভরতি হয় ।

আরও পড়ুন :বাজেট 2019 : কী কী জিনিসের দাম বাড়ছে, কিসের কমছে

স্টার্ট আপ : এই প্রসঙ্গে নির্মলা সীতারামন বলেন, "স্ট্যান্ড-আপ ইন্ডিয়া খুব ভালো কাজ করেছে । এবং স্টার্ট-আপের ক্ষেত্রে অ্যাঙ্গেল ট্যাক্সের যে একটা ইশু ছিল তারও সমাধান হয়ে গেছে ।" তিনি জানান, স্টার্ট-আপের ক্ষেত্রে সমস্ত রকম কর সংক্রান্ত সুবিধা দেওয়া হবে । তিনি বলেন, "এই বাজেটে কার্যকরী ও অর্জন করা সম্ভব এমন লক্ষ্যই স্থির করা হয়েছে ।"

আরও পড়ুন : 1, 5, 10, 20 টাকার নতুন কয়েনের ঘোষণা বাজেটে

NBFC : NBFC (নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কম্পানিজ়) সেক্টরের দিকে সরকার বেশি নজর দিচ্ছে । তিনি বলেন, NBFC-গুলি ব্যাঙ্কিং ব্যবস্থার একটি জটিল অঙ্গ । সরকার NBFC-গুলিকে মূলধন জোগান দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক পদক্ষেপ করেছে । সেইসঙ্গে এগুলিকে নিয়ন্ত্রণের ব্যবস্থাও নিচ্ছে ।

আরও পড়ুন : স্মার্টকার্ডকে সাধুবাদ; বাড়ুক নিরাপত্তা, দাবি রেলের নিত্যযাত্রীদের

কর্পোরেট সেক্টর :400 কোটির কম টার্নওভার হয় এমন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে কর্পোরেট ট্যাক্স 25 শতাংশ কমানো হয়েছে । তিনি বলেন, "আমরা কর্পোরেট কর কাঠামোর ক্ষেত্রে যে অনমনীয় নই, সেই বার্তা স্পষ্টভাবে দিতে চাই ।"

আরও পড়ুন : বিনিয়োগ, কর্মসংস্থানের প্রসঙ্গ কোথায় ? বাজেট বিরোধিতায় এক সুর বিরোধীদের

ABOUT THE AUTHOR

...view details