দিল্লি, 5 জুলাই : লিটার পিছু পেট্রল-ডিজ়েলে 1 টাকা সেস চাপানো হল । আজ সংসদে 2019 এর বাজেট পেশ করার সময় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । তবে এতে ভয়ের কিছু নেই, মুদ্রাস্ফীতির উপর এর কোনও প্রতিকূল প্রভাব পড়বে না । ETV ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, "এই সরকারের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনা দৃষ্টান্তমূলক ।" অতএব RBI-এর মুদ্রাস্ফীতি ব্য়বস্থাপনায় তেমন কোনও গুরুতর প্রভাব পড়বে না ।
আরও পড়ুন :অপরিবর্তিত আয়করে নির্মল বাতাস, পেট্রল-ডিজ়েলে বাড়তি সেস
প্রতিরক্ষা : প্রতিরক্ষার ভবিষ্যত প্রসঙ্গে প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী তথা বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "প্রতিরক্ষা খাতে ব্যয় এবং পেনশনের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে । প্রতিরক্ষা পেনশনের ক্ষেত্রে বরাদ্দ বেড়ে হয়েছে 1 লাখ 12 হাজার 079.57 কোটি । যার ফলে মোট বরাদ্দ বেড়ে হয়েছে 4 লাখ 31 হাজার 010.79 কোটি টাকা । অর্থাৎ, কেন্দ্রীয় বাজেট বরাদ্দের 15.47 শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে ।"
আরও পড়ুন :এই বাজেট 21 শতকের ভারতের আশা পূরণ করবে : প্রধানমন্ত্রী
শিক্ষা : অর্থমন্ত্রী জানান, ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে আরও যুগোপযোগী করে তুলতে ন্যাশনাল এডুকেশন পলিসি 2019-র সঙ্গে তাল মিলিয়ে পদক্ষেপ নিতে হবে । সেইসঙ্গে গবেষণা সংক্রান্ত বিষয়গুলি আরও উন্নততর করতে ন্যাশনাল রিসার্চ ফান্ড তৈরি করা হবে । পাশাপাশি, "ভারতে অধ্যায়ন (স্টাডি ইন ইন্ডিয়া)"- এই উদ্যোগের প্রস্তাবনা দেওয়া হয়েছে । যাতে অধিক সংখ্যায় বিদেশি ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভরতি হয় ।
আরও পড়ুন :বাজেট 2019 : কী কী জিনিসের দাম বাড়ছে, কিসের কমছে