দিল্লি, 24 মে: বাংলা ও অন্ধ্রপ্রদেশ বাদে কাল থেকেই গোটা দেশে চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । জানিয়ে দিলেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী । সারাদিন ধরে বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা করে সোমবার থেকেই উড়ান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ থেকে যথাক্রমে 28 ও 26 মে বিমান চলাচল শুরু হবে ।
সোমবার থেকে বিমান চলাচলের ছাড়পত্র দেওয়া হলেও এই সিদ্ধান্তে সায় ছিল না পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের মতো গুটিকয়েক রাজ্যের । সেই তালিকায় ছিল মহারাষ্ট্র ও তামিলনাড়ুও । এই রাজ্যগুলিতে কোরোনা আক্রান্তের সংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখ থেকে উড়ান চালু করার অনুরোধ জানিয়েছিলেন । কারণ কোরোনার পাশাপাশি আমফানের দাপটে বিধ্বস্ত এ রাজ্য । মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, "বিমান চলাচলের সিদ্ধান্ত দু-একটা দিন পিছোনো যেতে পারত । কিন্তুএই মুহূর্তে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা সম্ভব নয় ।"