পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কয়লা কেলেঙ্কারি মামলায় জামিন মঞ্জুর প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর - কয়লা কেলেঙ্কারি মামলায় জেল দিলীপ রায়ের

1999 সালে ঝাড়খণ্ডে কয়লার ব্লক বণ্টনে বেনিয়মে দোষী সাব্যস্ত হয়েছিলেন ওড়িশার এই BJP নেতা । এরপর আজ তাঁকে ও এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে তিন বছরের জেলে থাকার নির্দেশ দিয়েছিল বিশেষ CBI কোর্ট ।

Dilip Ray
তিন বছরের জেল দিলীপ রায়ের

By

Published : Oct 26, 2020, 11:27 AM IST

Updated : Oct 26, 2020, 12:31 PM IST

দিল্লি, 26 অক্টোবর : জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী দিলীপ রায়।কয়লা কেলেঙ্কারি মামলায় আজই CBI স্পেশাল কোর্ট তাঁকে তিন বছর জেলের নির্দেশ দিয়েছিল । 1999 সালে ঝাড়খণ্ডে কয়লার ব্লক বণ্টনে বেনিয়মে দোষী সাব্যস্ত হয়েছিলেন ওড়িশার এই BJP নেতা । এরপর আজ তাঁকে ও এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে তিন বছর জেলের নির্দেশ দিয়েছিল বিশেষ CBI কোর্টের বিচারক । এক্ষেত্রে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে কোর্ট ।

চলতি মাসের 6 তারিখে রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক ভারত পরাশর এই মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছিলেন । ভারতীয় দণ্ডবিধি (IPC) এবং দুর্নীতি প্রতিরোধ আইন (Prevention of Corruption Act)-এর একাধিক ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে আদালত । দিলীপ ছাড়াও এই মামলায় কয়লামন্ত্রকের আরও দুই প্রাক্তন অধিকারিক প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায় ও নিত্যানন্দ গৌতম এবং ক্যাসট্রন টেকনোলজিস লিমিটেডের প্রধান মহেশকুমার আগারওয়ালকে দোষী সাব্যস্ত করে আদালত ।

অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন কয়লামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ছিলেন দিলীপ রায় । 1999 সালে কয়লা ব্লক বণ্টনে অনিয়মের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে । অভিযোগ ছিল, ভারত সরকারের কয়লা মন্ত্রকের 14 তম স্ক্রিনিং কমিটির তরফে ঝাড়খণ্ডের গিরিডি জেলার 105.153 হেক্টর পরিত্যক্ত কয়লা খনি এলাকা বণ্টন করা হয়েছিল M/s. ক্যাসট্রন টেকনোলজিস লিমিটেডকে । এরপর এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী দিলীপ রায়কে ।

Last Updated : Oct 26, 2020, 12:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details