দিল্লি, ১৭ মার্চ : দেশের প্রথম লোকপাল হতে চলেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকপালের অন্য সদস্যদের মধ্যে থাকবেন হাইকোর্টের চারজন প্রাক্তন বিচারপতি ও চারজন প্রাক্তন আমলা।
লোকপাল কী ?
লোকপাল হল অম্বুডসম্যান অর্থাৎ একটি স্বশাসিত তদন্তকারী কমিটি। এই কমিটি রাজ্যসভা ও লোকসভার সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে, তা তদন্ত করবে। তবে লোকপালের পটভূমিকা জানতে হলে পিছিয়ে যেতে হতে কয়েকটি দশক।
১৯৬৮ সালে লোকসভায় প্রথম লোকপাল বিল পেশ করা হয়। ১৯৬৯ সালে তা পাশও হয়ে যায়। কিন্তু, রাজ্যসভায় তা আটকে যায়। এরপর কেটে যায় চারটে দশক। ২০১৩ সালের ১৭ ডিসেম্বর দ্বিতীয় UPA সরকারের আমলে পাশ হয় লোকপাল বিল। তবে লোকপালের বেশ কয়েকটি বিষয় সংশোধন করা হয়। যেমন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে এই বিলের বাইরে রাখা হয়। এই বিষয়গুলি নিয়েই আন্দোলনে নামেন সমাজকর্মী আন্না হাজারে। তাঁর দাবি লোকপাল নয়। আনা হোক জনলোকপাল। যেখানে কেউ বিশেষ সুবিধা পাবেন না। সকলেই সমান।
দেশের প্রথম লোকপাল পিনাকী চন্দ্র ঘোষ। কে তিনি ? কী তাঁর পরিচয় ?
সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন পিনাকী চন্দ্র ঘোষ। কর্মজীবনে কলকাতা হাইকোর্টের বিচারপতি ও অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতিও ছিলেন তিনি। তিনিই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলাকে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন।
প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার, লোকসভার বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত কমিটি প্রথম লোকপাল হিসেবে পিনাকী চন্দ্র ঘোষের নামে সম্মতি জানিয়েছে।