অমৃতসর, 10 সেপ্টেম্বর : ভারতে রাজনৈতিক আশ্রয় চাইলেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (PTI)- এর প্রাক্তন নেতা বলদেব কুমার । তিনি পাকিস্তানের খাইবার পাখতুনওয়া রাজ্যের অ্যাসেম্বলির সদস্য ছিলেন । পরবর্তীতে PTI-র হয়ে সোয়াট প্রদেশ থেকে নির্বাচনে লড়েছিলেন । বর্তমানে বলদেব স্বপরিবারে ভারতের পঞ্জাব প্রদেশের খান্না শহরে রয়েছেন । 11 অগাস্ট তিনি ভারতে এসেছেন বলে জানান । পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গ টেনে এনে রাজনৈতিক আশ্রয় চেয়ে বলদেব ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন ।
বলদেব বলেন, "পাকিস্তানে সংখ্যালঘুরা অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে । তারা সেখানে নিরাপত্তার অভাবে ভুগছে । পাকিস্তানের সংখ্যালঘুদের কোনও অধিকার দেওয়া হচ্ছে না । সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েই চলেছে । তাদের খুঁজে খুঁজে মারা হচ্ছে । আমিও অত্যাচারের শিকার । দুই বছর আমাকে জেলে রাখা হয়েছিল । আমি নিজের ইচ্ছায় এখানে (ভারতে) এসেছি । আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজনৈতিক আশ্রয় ও নিরাপত্তার দাবি জানাচ্ছি । আমি পাকিস্তানে ফিরে যেতে চাই না ।"