কুপওয়াড়া, 5 ডিসেম্বর : পাক অধিকৃত কাশ্মীরের মেয়ে সোমায়ার যখন বিয়ে হয়, স্বামী তখন জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত । ভারতের জঙ্গি পুনর্বাসনের নীতির আওতায় 2010 সালে নেপাল হয়ে কাশ্মীরে আসেন সোমায়া । এবার, ডিডিসি নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত দ্রাগমুল্লা আসনে আরও 11 জনের প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন জঙ্গির পাকিস্তানি স্ত্রী ।
সোমায়া সাদাফ । নিয়ন্ত্রণরেখার ওপারের প্রথম মহিলা, যিনি কেন্দ্রশাসিত অঞ্চলটির উত্তরাঞ্চলে নির্বাচনে লড়ছেন ।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজ়াফফারাবাদের সোমায়া 2002 সালে বিয়ে করেন কুপওয়াড়ার আবদুল মাজিদ ভাট-কে । 1990 সালে পাকিস্তানে গিয়েছিলেন আবদুল ভাট এবং দম্পতির চার সন্তানও রয়েছে ।