পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কমিশনের সময়সীমার 2 ঘণ্টা পর ডিউটি জয়েন রাজীব কুমারের - commission

নির্দিষ্ট সময়ের দু'ঘণ্টা পর দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে ডিউটিতে জয়েন করলেন রাজীব কুমার । আজ সকাল দশটায় রিপোর্ট করার কথা থাকলেও তিনি দুপুর 12 টার পরে আসেন এবং দায়িত্ব বুঝে নিন

রাজীব

By

Published : May 16, 2019, 8:38 PM IST

দিল্লি, 16 মে : কমিশনের বেঁধে দেওয়া সময়ের দু'ঘণ্টা পর দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে ডিউটিতে জয়েন করলেন রাজীব কুমার । আজ সকাল দশটায় রিপোর্ট করার কথা থাকলেও তিনি দুপুর 12 টার পরে আসেন এবং দায়িত্ব বুঝে নিয়ে বেরিয়ে যান ।

কলকাতা পুলিশ কমিশনার পদে তিন বছরের বেশি সময় ছিলেন রাজীব কুমার । তাই নির্বাচন ঘোষণার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয় । পাঠানো হয় CID-তে ।

কিন্তু, গতকাল বিজ্ঞপ্তি জারি করে তাঁকে CID-ADG পদ থেকে সরিয়ে দিয়ে পাঠনো হয় দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে । বলা হয়, আজ সকাল 10 টার মধ্যে তাঁকে দিল্লিতে রিপোর্ট করতে হবে । সেই মতো আজ দিল্লিতে ডিউটি জয়েন করেন রাজীব কুমার কিন্তু, দু'ঘণ্টা দেরিতে ।

ABOUT THE AUTHOR

...view details