গ্রামের ছবি আঁকতে বসলে খেতে-খামার লাগে, কিংবা কাঁচা রাস্তা, মাটির বাড়ি ৷ সবচেয়ে বড় কথা, গ্রাম মানে সবুজ প্রকৃতি যেমন, তেমনই গরিবির ছাপ ৷ এই গ্রাম সেই পথ ছেড়েছে বহুকাল ৷ এখানে অত্যাধুনিক লাইফস্টাইল, এমন সুযোগসুবিধা আছে, যা অনেক শহরেও থাকে না ৷ সাধে কী আর কোটিপতিদের গ্রাম !
চিনের জিয়াংজু প্রদেশের হুয়াক্সি ৷ এটিই না-কি বিশ্বের ধনীতম গ্রাম ৷ ডাকনামও খাসা, ডাকনাম হল "সুপার ভিলেজ" ৷ 1967 সালে গড়ে ওঠে হুয়াক্সি ৷ সেই সময় আর পাঁচটা গ্রামের মতো দিগন্ত বিস্তৃত খেত, কাঁচা বাড়ি, মাটির রাস্তা ছিল এগ্রামেও ৷ জানা যায়, গ্রামের চেহারা বদলায় চিনের কমিউনিস্ট পার্টির প্রাক্তন নেতা উ রেনবাওয়ারে চেষ্টায় ৷ দাবি করা হয়, একসময় যাঁরা চাষ করে জীবিকা নির্বাহ করতেন তাঁরাই আজ কোটিপতি ৷ বাস্তবিক ৷ গ্রামের প্রত্যেক বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কম করে রয়েছে 10 লাখ ইউনান, অর্থাৎ কিনা 1 কোটি 20 লাখ টাকা ৷