দিল্লি, 18 অগাস্ট : সদ্য শেষ হওয়া সংসদের বাজেট অধিবেশনে রেকর্ড সংখ্যক বিল আইনে পরিণত করেছে মোদি সরকার । তার মধ্যে অন্যতম ছিল তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিলটি । তিন তালাক বিরোধী বিলটির পক্ষে সওয়াল করতে গিয়ে আজ দিল্লিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "তাৎক্ষণিক তিল তালাক যে কুপ্রথা, তা নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই ৷" পাশাপাশি সংসদে এই বিলটির বিরোধিতা করায় বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, "সংসদে কয়েকটি বিরোধী দল তাৎক্ষণিক তিন তালাক বন্ধে বিলের বিরোধিতা করেছে ৷ তবে তারা জানে যে এটা কুপ্রথা ৷ বন্ধ হওয়া দরকার ৷ তবে তাৎক্ষণিক তিন তালাক বন্ধের সাহস দেখাতে পারেনি ৷"
তিন তালাক বিরোধী বিলটি পাশ করার ক্ষেত্রে বিরোধী দলগুলির বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল সরকারকে । তবে তাৎক্ষণিক তিন তালাক বিলটি রাজ্যসভায় পাশ হয় 31 জুলাই । পরের দিনই তাতে সই করেন রাষ্ট্রপতি । 19 সেপ্টেম্বর থেকে কার্যকরী হতে চলা বিলটি মুসলমান সমাজের জন্য কল্যাণময় আখ্য দিয়ে অমিত শাহ বলেন, "আমি একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই । তিন তালাক বিরোধী বিলটির মাধ্যমে মুসলমান সমাজের কল্যাণ হবে । এই বিলে হিন্দু, খ্রিশ্চিয়ান ধর্মাবলম্বী বা জৈনদের কোনও উপকার হবে না । কারণ তাদের এই কুপ্রথা কখনও সহ্য করতে হয়নি ।"