হায়দরাবাদ, 25 নভেম্বর : হায়দরাবাদ পৌরনিগমের ভোট ঘিরে আবহাওয়া গরম । 1 ডিসেম্বরের এই নির্বাচনের আগে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি ও তাঁর দল AIMIM -কে নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি ও বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য । ওয়েইসিকে মহম্মদ আলি জিন্নার সঙ্গে তুলনা করে তেজস্বী বলেছিলেন, হায়দরাবাদের উন্নতির পরিবর্তে ওয়েইসি শুধু রোহিঙ্গাদের মদত দিয়েছেন । তেজস্বীর কথায়, ওয়েইসি যেসব রোহিঙ্গাকে বাঁচানোর চেষ্টা করছেন তাদের সবাইকে তাড়ানো হবে ।
তিনি বলেন, "এদেশে আশ্রয় নেওয়া প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে । এতে কোনও সন্দেহ নেই । ওয়েইসিকে তাঁর ডিজ়নিল্যান্ড, ড্রিমল্যান্ড তৈরি করতে দেওয়া হবে না । যেসব রোহিঙ্গাকে তিনি বাঁচানোর চেষ্টা করছেন তাদের আমরা ছুড়ে ফেলব ।" তিনি আরও বলেন, "পুরানো হায়দরাবাদের হিন্দু কলোনিগুলি থেকে লোকেরা চলে আসছে । কেন এমনটা হচ্ছে ? কেন হিন্দুদের জোর করে পুরানো কলোনি থেকে উঠে আসতে বাধ্য করা হচ্ছে ? এই রাজনীতির জন্য ওয়েইসি দায়ী ।"