চেন্নাই, ৭ মার্চ : "গোটা বিশ্ব জানে অভিনন্দনের কথা। কীভাবে ২ দিনের মধ্যে অভিনন্দন দেশে ফিরে এসেছিল সেই পর্ব পুনরায় বলতে চাই না।" গতকাল কাঞ্চিপুরম জেলার কিলামবক্কমে নির্বাচনী সভায় একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসময় সভামঞ্চে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী, ও পনিরসিলভম সহ একাধিক নেতা।
শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশবাসীর হয়ে কাজ করব : মোদি - bjp
অভিনন্দনকে ফিরিয়ে আনার পর্ব ফের বলতে রাজি হলেন না প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এই কাহিনী সারা বিশ্ব জানে।
সভা থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা AIADMK নেতা MG রামচন্দ্রন (MGR)-এর নামে নামাঙ্কিত হল। সেইসঙ্গে তিনি বলেন, "তামিলনাড়ু থেকে ছাড়া বিমানের মধ্যে যাতে তামিলে ঘোষণা হয় সে বিষয়ে ভেবে দেখছে সরকার।" আরও বলেন, "আঞ্চলিক চাহিদা পূরণ করতে পারে একমাত্র BJP। আমাদের কাছে দেশবাসী সবার আগে।"
কংগ্রেস ও বিরোধী জোটকেও তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী। বলেন, "ওদের কাছে পরিবারতন্ত্র আগে। AC রুমে বসে সিদ্ধান্ত নেয়। গ্রামে গ্রামে কেউ ঘোরে না। বিরোধী দলগুলি সংকীর্ণ রাজনীতি করছে। তারা শক্তিশালী ভারত চায় না। শক্তিশালী সেনাবাহিনীও চায় না।" আরও বলেন, "কেউ আমায় খারাপ কথা বলতে পারে, আমার দারিদ্র নিয়ে কটাক্ষ করতে পারে, পরিবার নিয়ে খারাপ কথা বলতে পারে, জাত তুলেও কথা বলতে পারে। একজন কংগ্রেস নেতা তো আবার আমাকে খুন করতেও চান।" কিন্তু, এসব নিয়ে আমি ভাবি না। ভারতকে শক্তিশালী করাই আমার লক্ষ্য। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি ১৩০ কোটি ভারতবাসীর হয়ে কাজ করব।"