পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা

গতকাল অজিত ডোভালের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণের পর আজ জম্মু ও কাশ্মীর সফরে গেলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ।

ইউরোপীয় সাংসদ

By

Published : Oct 29, 2019, 11:29 AM IST

Updated : Oct 29, 2019, 1:16 PM IST

শ্রীনগর, 29 অক্টোবর : জম্মু ও কাশ্মীর সফরে ইউরোপীয় ইউনিয়নের 28 জন প্রতিনিধি ৷ গতকাল জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের আয়োজিত মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন তাঁরা ৷ এছাড়াও ছিলেন জম্মু ও কাশ্মীরের তিনজন প্রবীণ নেতা ৷ ডোভাল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেখানকার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তাঁরা ৷

সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত তিনজন কাশ্মীরি নেতার মধ্যে রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মুজ়াফফর বেগ, মেহবুবা মুফতির পিপলস্ ডেমোক্র্যাটিক পার্টির একজন নেতা ও PDP-র প্রাক্তন সদস্য আলতাফ বুখারি ৷ কংগ্রেসের তরফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উসমান মজিদ ৷ উপত্যকার নয়া মুখ হিসেবে তাঁদের তুলে আনা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল

কাশ্মীরে দীর্ঘকালীন নিষেধাজ্ঞার জন্য বর্তমানে গৃহবন্দী থাকা তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে একজন মেহবুবা মুফতি ৷ কয়েক সপ্তাহ আগে প্রত্যাহার করা হলেও এখনও প্রায় 250 জন নেতা গৃহবন্দী বা আটক অবস্থায় রয়েছেন ৷

গত মাসে, ইউরোপীয় সাংসদরা জম্মু ও কাশ্মীর নিয়ে আলোচনা করেছিলেন ৷ কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্রের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছিলেন তাঁরা ৷

যেখানে বিরোধী নেতাদের যেতে দেওয়া হয়নি, সেখানে ইউরোপীয় সাংসদদের জম্মু ও কাশ্মীর সফর করার অনুমতি দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস ৷ চলতি বছরের অগাস্টের শেষদিকে, রাহুল গান্ধি ও অন্যান্য বিরোধী নেতারা জম্মু ও কাশ্মীর সফরের চেষ্টা করলে তাঁদের শ্রীনগর বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় ৷

এই বৈষম্যকে নির্দেশ করে রাহুল গান্ধি টুইট করেন, 'ইউরোপীয় সাংসদরা জম্মু ও কাশ্মীর সফরের জন্য অনুমতি পেয়ে যান ৷ কিন্তু ভারতীয় সাংসদদের উপর জারি করা হয় নিষেধাজ্ঞা ৷ তাঁরা এই সফরে যাওয়ার অনুমতি পান না ৷'

কংগ্রেসের সাংসদ শশী থারুর আগে টুইট করেছিলেন, '370 ধারা নিয়ে লোকসভায় বিতর্ক চলাকালীন আমি অনুরোধ করেছিলাম ৷ সাংসদদের সর্বদলীয় প্রতিনিধি দল সেখানকার পরিস্থিতি দেখার জন্য সফরের অনুরোধ জানিয়েছিলাম ৷ তা এখনও গৃহীত হয়নি ৷ কিন্তু ইউরোপীয় সংসদের সদস্যরা আমাদের সরকারের অতিথি হয়ে ভ্রমণ করতে পারেন ?'

Last Updated : Oct 29, 2019, 1:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details