পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সন্ত্রাসবাদ দমনে ব্যবস্থা নিক পাকিস্তান, বললেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত - দিল্লি

পাকিস্তানের মাটি থেকে নিয়ন্ত্রিত সন্ত্রাসবাদ দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিক ইসলামাবাদ ৷ আজ দিল্লিতে এক সাংবাদিক বৈঠক থেকে এমনই বার্তা দিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উগো অস্তুতো ৷ দিল্লির তরফে এর আগেও একাধিকবার ইসলামাবাদকে জঙ্গিদমন নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে ৷ কিন্তু তাতে কোনও ফল হয়নি ৷ বরং 26/11-র মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী হাফিজ় সইদ, জ়াকিউর রহমান লকভি এবং সুফায়ন জ়াফরের মতো জঙ্গি নেতাদের দিনের পর দিন আড়াল করে আসছে পাকিস্তান ৷

india pakistan
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত

By

Published : Dec 10, 2019, 6:03 PM IST

দিল্লি, 10 ডিসেম্বর : পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে জঙ্গিরা ৷ বারবার এই অভিযোগ করে আসছে ভারত ৷ এবার এই নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উগো অস্তুতো ৷ আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে যথাযথ ব্যবস্থা নিক পাকিস্তান ৷

রাজধানীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আজ তিনি বলেন, " নিজেদের দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপের বাড়বাড়ন্ত রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে পাকিস্তানকে ৷ "

দিল্লির তরফে এর আগেও একাধিকবার ইসলামাবাদকে জঙ্গিদমন নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে ৷ কিন্তু তাতে কোনও ফল হয়নি ৷ বরং 26/11-র মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী হাফিজ় সইদ, জ়াকিউর রহমান লকভি এবং সুফায়ন জ়াফরের মতো জঙ্গি নেতাদের দিনের পর দিন আড়াল করে আসছে পাকিস্তান ৷

আরও পড়ুন : ভারতীয় সেনার বিরুদ্ধে লড়তে কাশ্মীরিদের প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান : মুশারফ

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হয় জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর ৷ সেই সময়েও ইউরোপীয় ইউনিয়নের তরফে বলা হয়েছিল, দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে সেই সমস্যার সমাধান করতে ৷ যদিও দিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনও রাষ্ট্রের মতামত গ্রহণ করা হবে না ৷ আজ এই বিষয়েও ফের মুখ খোলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ৷ তিনি বলেন, " কাশ্মীর ইশুতে আমরা এখনও আগের অবস্থানেই রয়েছি ৷ একমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়েই কাশ্মীর ইশুর সমাধান সম্ভব ৷ আমরা শুরু থেকেই এই অবস্থানে অটল রয়েছি ৷"

ABOUT THE AUTHOR

...view details