পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গান্ধিজির সার্ধশতবর্ষে ETV ভারতের শ্রদ্ধার্ঘ্য - সারা দেশের শিল্পীরা গলা মিলিয়েছেন

বৈষ্ণব জন তো-র সুরে সুর মিলিয়েছেন দেশের প্রথিতযশা 12 জন শিল্পী ৷ আজ এই শ্রদ্ধার্ঘ্য দেশবাসীর সামনে লঞ্চ করেন রামোজি গ্রুপের চেয়ারম্যান শ্রী রামোজি রাও ৷

ছবি

By

Published : Oct 1, 2019, 9:09 PM IST

Updated : Oct 1, 2019, 11:11 PM IST

মহাত্মা গান্ধির সার্ধশতবর্ষ ৷ সারা দেশের মতোই মোহনদাস করমচাঁদ গান্ধির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাল ETV ভারত ৷ রামোজি গ্রুপের চেয়ারম্যান শ্রী রামোজি রাও ETV ভারতের তরফে বিশেষ ভিডিয়ো প্রকাশ করলেন৷

গান্ধিজির প্রিয় ভজন 'বৈষ্ণব জন তো তেনে কহিয়ে, যে পীর পরায়ি জানে রে, পর দুখে উপকার করে তো ইয়ে, মান অভিমান না আনে রে' ৷ এই প্রিয় ভজনের মাধ্যমেই সারা দেশকে একসঙ্গে মেলানোর পরিকল্পনা নিয়েছিল ETV ভারত ৷ সেই পরিকল্পনা থেকেই সারা দেশের শিল্পীরা গলা মিলিয়েছেন 'বৈষ্ণব জন তো' ভজনের সুরে ৷ সেই ভিডিয়োটি আজ মহাত্মার জন্মদিনের প্রাক্কালে প্রকাশ পেল ৷

লঞ্চ করলেন রামোজি গ্রুপের চেয়ারম্যান শ্রী রামোজি রাও

'বৈষ্ণব জন তো'-র সুরে সুর মিলিয়েছেন দেশের প্রথিতযশা 12 জন শিল্পী ৷ মহাত্মা গান্ধির সার্ধশতবর্ষে ETV ভারতের বিশেষ নিবেদন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর ৷ আজ এই শ্রদ্ধার্ঘ্য দেশবাসীর সামনে প্রকাশ করেন রামোজি গ্রুপের চেয়ারম্যান শ্রী রামোজি রাও ৷

সার্ধশতবর্ষ মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা ETV ভারতের

আরও পড়ুন : মহাত্মার সার্ধশতবর্ষে 'বৈষ্ণব জন তো'-র সুরে ETV ভারতের নিবেদন

বাংলার হৈমন্তী শুক্লা, তামিলনাড়ুর পি উন্নিকৃষ্ণন, তেলাঙ্গানার এস পি বালাসুব্রমনিয়ান, কন্নড় শিল্পী পি বিজয়প্রকাশ, গুজরাতের যোগেশ গাধভি, অহমিয়া শিল্পী পুলক ব্যানার্জি, মারাঠি শিল্পী বৈশালি মাড়ে, মালায়লম শিল্পী কে এস চিত্রা, পঞ্জাবের শংকর সাহনি, ওড়িশার সুভাষচন্দ্র দাস, হিন্দিভাষী শিল্পী চান্নুলাল মিশ্র, সালামত খান জাতির জনকের 150 বছরের জন্মদিনে একই সঙ্গে গলা মিলিয়েছেন বাপুর প্রিয় ভজনের সুরে ৷

Last Updated : Oct 1, 2019, 11:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details