দেরাদুন, 20 অক্টোবর : একসময় উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা উত্তরাখণ্ডের কুমায়ু বিশ্ববিদ্যালয়ের হংসী প্রহরী বর্তমানে গঙ্গার ঘাটে ভিক্ষা করেন ৷ একসময় ছিলেন তিনি অসাধারণ ছাত্রী ৷ একাধারে ছাত্র নেতা ৷ লড়াই করেছিলেন নারী অধিকারের জন্যও ৷ কিন্তু, সময়ের মারে আজ তাঁকে জীবন কাটাতে হচ্ছে অসহায়ভাবে ৷ এই হংসী প্রহরীর জীবনকাহিনিই তুলে ধরেছিল ETV ভারত ৷ সেই খবর সামনে আসার সাথে সাথেই নড়েচড়ে বসে উত্তরাখণ্ড প্রশাসন ৷ সাহায্য আসতে থাকে শাসক, বিরোধী দলসহ বিভিন্ন দিক থেকে ৷
হরিদ্বার প্রশাসন বাড়িয়েছে সাহায্যের হাত :
ETV ভারতে হংসী প্রহরীর খবর প্রকাশের পরই সাহায্যের হাত বাড়ান হরিদ্বারের ADM ৷ ADM গোপাল সিং দেখা করেন হংসীর সঙ্গে ৷ হংসীর ইংরাজিতে কথা বলা শুনে রীতিমতো অবাক হন তিনি ৷ তিনি আশ্বাস দেন, আগামী 1-2 দিনের মধ্যে হংসীকে সরকারের BHL কোয়ার্টারে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে ৷
হংসীর খরচ বহন করবে উত্তরাখণ্ড সরকার :
হংসী ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন আলমোড়ার DM নীতিন ভাদৌরিয়া ৷ এরপর তাঁর সঙ্গে দেখা করেন হরিদ্বারের DM সি রবিশংকর ৷ ক্যাবিনেট মন্ত্রী মদন কৌশিক জানিয়েছেন, যতদিন না পর্যন্ত হংসী সুস্থ হয়ে উঠেছেন ততদিন তাঁর খরচ বহন করবে উত্তরাখণ্ড সরকার ৷ হংসী প্রহরীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি ৷ তিনি আরও বলেন, এই খবর পাওয়ার পর , সরকার হরিদ্বারে ভিখারিদের জন্য একটি বাড়ি তৈরি করবে ৷ যেখানে হংসীর মতো আরও অনেক ভিখারিরাই থাকতে পারবে ৷ পাশাপাশি, উত্তরাখণ্ড বিধানসভা স্পিকার প্রেমচন্দ আগরওয়াল জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখে হংসীকে সবরকমের সাহায্যের চেষ্টা করবেন ৷
সাহায্যের হাত বিরোধীদেরও :
উত্তরাখণ্ডে বিরোধী দলের নেতা ইন্দিরা হৃদায়েশ বলেন, আমাদের রাজ্যের একজন অসারাধণ পড়ুয়া আজ ভিক্ষা করতে বাধ্য হয়েছেন ৷ রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ৷ যা অত্যন্ত দুঃখের ৷ রাজ্য সরকারের তার জন্য কিছু করা উচিত ৷
অন্যদিকে, রাজ্যসভা MP প্রদীপ টামটা বলেন, আমি অনেক সংস্থার সঙ্গে কথা বলেছি ৷ তারা হংসীকে সাহায্য করবে ৷ একসময় মুখ্যমন্ত্রীর কাছে চাকরিভিক্ষা করেছিলেন হংসী ৷ আজ তিনি রাস্তায় ভিক্ষা করছেন ৷ বিষয়টি খুবই দুঃখজনক ৷ আমরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলব যাতে তাঁকে একটি চাকরি দেওয়া যায় ৷ যাতে তিনি পুনরায় জীবন শুরু করতে পারেন ৷