পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

EPF-এ কমল সুদের হার - ইপিএফ-কমল সুদের হার

এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমল 0.15 শতাংশ । 2018-19 অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল 8.65 শতাংশ । 2019-20 অর্থবর্ষে সেই সুদের হার কমিয়ে করা হচ্ছে 8.50 শতাংশ ।

EPF
প্রভিডেন্ট ফান্ড

By

Published : Mar 5, 2020, 5:44 PM IST

দিল্লি, 5 মার্চ : এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে কমল সুদের হার । 2018-'19 অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল 8.65 শতাংশ । 2019-'20 অর্থবর্ষে সেই হার কমিয়ে করা হচ্ছে 8.50 শতাংশ । সুতরাং, প্রভিডেন্ট ফান্ডে সুদের হার এই অর্থবর্ষে 0.15 শতাংশ কমছে ।

শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার বলেন, "আজ EPFO সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ়ের বৈঠকে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

বৈঠকে কর্মী ও নিয়োগকারীদের তরফে প্রতিনিধি ছিলেন । একইসঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে কিছু সদস্যও ছিলেন ।

EPFO-র এই সিদ্ধান্তে 6 কোটির বেশি সক্রিয় গ্রাহক প্রভাবিত হবেন । এই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য শ্রম দপ্তরের এখন শুধু দরকার অর্থমন্ত্রকের সম্মতির । যেহেতু কেন্দ্রীয় সরকার গ্যারেন্টার, তাই কোনও অর্থবর্ষে EPFO-আয়ের ঘাটতির জন্য দায়বদ্ধ থাকতে হয় অর্থমন্ত্রককে । ফলে EPFO-র সিদ্ধান্তর উপর সিলমোহর বসানোর আগে বিষয়টি নিয়ে আলোচনা করে অর্থমন্ত্রক ।

ABOUT THE AUTHOR

...view details