দিল্লি, 17 সেপ্টেম্বর : উৎসবের মরশুমে সুখবর ৷ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল কেন্দ্র ৷ এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশনের (EPFO) অধীনস্থ কর্মীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে ৷ 2018-2019 আর্থিক বছরে EPFO-এ জমা রাখা টাকার পরিমাণের উপর 8.65 শতাংশ হারে সুদ দেওয়ার কথা জানাল কেন্দ্র ৷ আজ এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙওয়ার ৷
EPFO-র অধীনে থাকা 6 কোটিরও বেশি কর্মী এই সুবিধা পাবেন ৷ লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে EPFO নীতি নির্ধারণ কমিটি 10 বেসিস পয়েন্ট বৃদ্ধির কথা বলেছিল ৷ শেষ তিন বছরের মধ্যে এটিই প্রথম বৃদ্ধি ৷ কারণ এর আগের অর্থবর্ষে সুদের হার গত পাঁচ বছরের মধ্যে ছিল সর্বনিম্ন ৷ 8.55 শতাংশ ৷