পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরে দু'দিনের সফরে 16 দেশের প্রতিনিধি - 370 in jammu kashmir

বিদেশের প্রতিনিধি দল পৌঁছাল জম্মু-কাশ্মীরে । দু'দিন ধরে শ্রীনগর ও জম্মু ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা। খতিয়ে দেখবেন সামগ্রিক পরিস্থিতি ।

ছবি
ছবি

By

Published : Jan 9, 2020, 9:32 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : দু'দিনের সফরে জম্মু-কাশ্মীর পৌঁছালেন 16 দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা । সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু-কাশ্মীর ঘুরে দেখবেন । 370 ধারা প্রত্যাহারের পর দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরে সফরে এল বিদেশি প্রতিনিধি দল ।

প্রতিনিধি দলে অ্যামেরিকা, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, মরক্কো, গুয়ানা, আর্জেন্টিনা, ফিলিপিন্স, নরওয়ে, মালদ্বীপ, ফিজি, টোগো, বাংলাদেশ, পেরু, নাইজার, জ়াম্বিয়ার রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা রয়েছেন । আজ দুপুরে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছেছেন প্রতিনিধিরা । পরে রাজনৈতিক নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারেন । গতবারের মতো এবারও শ্রীনগর ও জম্মু ঘুরে দেখবেন প্রতিনিধিরা । সেনাদের কাছে বর্তমান পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ নেবেন । স্থানীয়দের সঙ্গে কথা বলবেন । সূচিতে নতুন অন্তর্ভুক্তি হচ্ছে প্রাক্তন মন্ত্রী আলতাফ বুখারির নেতৃত্বাধীন একটি ছোটো দলের সঙ্গে দেখা করবে প্রতিনিধি দল । আলোচনাও হবে বলে জানা গেছে ।

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সফরের উদ্দেশ্য হল, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা খতিয়ে দেখা । আজ নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা । আগামীকালও বেশ কয়েকটি মিটিং রয়েছে । তবে, নিরাপত্তার কথা মাথায় রেখে এই দু'দিন ব্যাপী সফরের আয়োজন করা হয়েছে ।

CAA ইশু ও JNU হামলার ঘটনা প্রসঙ্গে ইমরানের খানের মন্তব্যে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, প্রতিবার নিজের কাজ ছেড়ে ভারতের উপর মন্তব্য করতে থাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী । নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত তাঁর। নিজের দেশের সংখ্যালঘুদের যত্ন নেওয়া উচিত তাঁর।

ABOUT THE AUTHOR

...view details