দিল্লি, 9 জানুয়ারি : দু'দিনের সফরে জম্মু-কাশ্মীর পৌঁছালেন 16 দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা । সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু-কাশ্মীর ঘুরে দেখবেন । 370 ধারা প্রত্যাহারের পর দ্বিতীয়বার জম্মু-কাশ্মীরে সফরে এল বিদেশি প্রতিনিধি দল ।
প্রতিনিধি দলে অ্যামেরিকা, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া, মরক্কো, গুয়ানা, আর্জেন্টিনা, ফিলিপিন্স, নরওয়ে, মালদ্বীপ, ফিজি, টোগো, বাংলাদেশ, পেরু, নাইজার, জ়াম্বিয়ার রাষ্ট্রদূত ও কূটনীতিবিদরা রয়েছেন । আজ দুপুরে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছেছেন প্রতিনিধিরা । পরে রাজনৈতিক নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারেন । গতবারের মতো এবারও শ্রীনগর ও জম্মু ঘুরে দেখবেন প্রতিনিধিরা । সেনাদের কাছে বর্তমান পরিস্থিতির সংক্ষিপ্ত বিবরণ নেবেন । স্থানীয়দের সঙ্গে কথা বলবেন । সূচিতে নতুন অন্তর্ভুক্তি হচ্ছে প্রাক্তন মন্ত্রী আলতাফ বুখারির নেতৃত্বাধীন একটি ছোটো দলের সঙ্গে দেখা করবে প্রতিনিধি দল । আলোচনাও হবে বলে জানা গেছে ।