শ্রীনগর, 10 জুন : জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াই । নিকেশ তিন জঙ্গি । তাদের এখনও কোনও পরিচয় পাওয়া যায়নি ।
সোপিয়ানে নিকেশ 3 জঙ্গি - two militants killed in sopian
আজ ভোর থেকে সোপিয়ানের সোগুতে গুলির লড়াই শরু হয় । এই তিন জঙ্গির এখনও পরিচয় পাওয়া যায়নি । এলাকায় জারি রয়েছে অভিযান ।
সোপিয়ান
গোপন সূত্রে খবর পেয়ে সোপিয়ানের সুগো এলাকায় যৌথ অভিযান চালায় কাশ্মীর পুলিশ ও নিরাপত্তারক্ষী । আজ ভোরে শুরু হয় গুলির লড়াই । প্রথমে কয়েকজন জঙ্গিকে ঘিরে ফেলার খবর পাওয়া যায় । পরে পুলিশের তরফে জানানো হয় গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে । পরে আরেক জঙ্গির মৃত্যুর খবর সামনে আসে ।
তবে, কারও পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ । এলাকায় এখনও জারি রয়েছে অভিযান । এই নিয়ে চার দিনে মোট 12 জন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তারক্ষী ও পুলিশ ।
Last Updated : Jun 10, 2020, 9:44 AM IST