পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাশ্মীরে খতম তিন জঙ্গি - এনকাউন্টার

গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি৷ কাশ্মীরের অবন্তীপুরার ঘটনা৷ সূত্রের খবর, নিহতরা সেখানে ডেরা বেঁধে ছিল৷ পুলিশ ও সেনাবাহিনীর তল্লাশি অভিযানে খোঁজ মেলে তিনজনের৷

Encounter starts in Jammu and Kashmir
গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি

By

Published : Jan 29, 2021, 7:21 PM IST

অবন্তীপুরা, 29 জানুয়ারি:কাশ্মীরে খতম তিন জঙ্গি ৷ অবন্তীপুরার মন্দুরা ত্রাল এলাকায় এনকাউন্টারে নিকেশ করা হয় তাদের।

কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনেরাল বিজয় কুমার জানিয়েছেন, খতম তিন জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে এবিষয়ে তথ্য় সংগ্রহ করা হচ্ছে ৷ দ্রুত পরিচয় সামনে আসবে৷

আরও পড়ুন:দিল্লিতে ইজ়রায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণ

সূত্রের খবর, পুলিশের সঙ্গে যৌথভাবে একটি তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী ৷ মন্দুরা এলাকায় ওই অভিযান চলাকালীন তিন জঙ্গির সন্ধান পাওয়া যায় ৷ তারা সেখানে লুকিয়ে ছিল ৷ অভিযোগ, পুলিশ আর সেনবাহিনীর জওয়ানদের দেখেই নিজেদের ডেরা থেকে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা৷ পালটা জবাব দেন যৌথবাহিনীর সদস্যরাও ৷ বেশ কিছুক্ষণ চলে গুলির লড়াই ৷ শেষমেশ তাতেই নিকেশ হয় ওই তিন জঙ্গি ৷ তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, তার খোঁজ করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details