শ্রীনগর , 28 অক্টোবর : বদগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ দুই জঙ্গি । গতকাল বদগামের আরিবাগ মৌছওয়া এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় । আজ সকালে এনকাউন্টারে খতম হয় দুই জঙ্গি।
মঙ্গলবার কাশ্মীর জ়োন পুলিশের তরফে জানানো হয়েছিল, "বদগামের আরিবাগ মৌছওয়া এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে । পুলিশ এবং নিরাপত্তাবাহিনী তাদের কাজ করছে ।"