দিল্লি, 9 ফেব্রুয়ারি: কর্মীদের সুরক্ষা দেওয়াটাই তাঁদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রকে এ কথা জানিয়ে দিল টুইটার। ভুল ও উস্কানিমূলক তথ্য প্রচারের অভিযোগে হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। তার পর থেকে গত 24 ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বার প্রতিক্রিয়া জানাল টুইটার।
টুইটারের মুখপাত্র বলেছেন, ''টুইটারে আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল কর্মীদের নিরাপত্তা। শ্রদ্ধার জায়গা থেকে আমরা ভারত সরকারের সঙ্গে এই নিয়ে কথা বলব এবং মাননীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চালাব।''