মুম্বই , 12 অক্টোবর : সপ্তাহের শুরুতেই বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হল মুম্বইবাসী । আজ সকাল থেকে মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে । আচমকা বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । প্রায় আড়াই ঘণ্টা পর ফের চালু হয় ট্রেন পরিষেবা । বেশ কয়েকটি এলাকায় ট্র্যাফিক সিগন্যাল কাজ করা বন্ধ করে দিয়েছে । পশ্চিম রেলের তরফে জানানো হয়েছে, গ্রিড ফেলিওরের কারণে এই বিদ্যুৎ বিভ্রাট । এখনও বহু এলাকা বিদ্যুৎহীন ।
শহরের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা অর্থাৎ বৃহন্মুম্বই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (BEST)-র তরফে টুইট করে জানানো হয়েছিল, টাটা-র বিদ্যুৎ সরবরাহে কোনও সমস্যা থাকার কারণে মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে । এই অসুবিধার জন্য আমরা দুঃখিত । এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানানো হয়েছিল ।