পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

খুব কম সরকারই পাঁচ বছর পর ফেরে, দেবেন্দ্র ফড়নবিশের প্রশংসায় মোদি

মহারাষ্ট্র-হরিয়ানার বিধানসভা ভোট ঘিরে প্রথম থেকেই আলাদা করে একটা উত্তেজনা কাজ করছিল ৷ একদিকে, এই দুই রাজ্যেই নতুন মুখকে মুখ্যমন্ত্রী করে চমক দিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷

PM

By

Published : Oct 24, 2019, 9:47 PM IST

Updated : Oct 24, 2019, 9:54 PM IST

দিল্লি, 24 অক্টোবর : ইতিহাস বলে, আজকের দিনটা দেখে আগামী কাল বিচার করা ঠিক নয়৷ আর যদি সেটাই ধ্রুব সত্যি বলে মেনে নিতে হয়, তাহলে তার বড় উদাহরণ হতে পারে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোট ৷ গত লোকসভা নির্বাচনে দেশজুড়ে উড়েছিল গেরুয়া আবির ৷ মনে করা হচ্ছিল, দিন যত এগোবে কংগ্রেস-সহ অন্যান্যরা ততই পিছনের সারিতে চলে যাবে ৷ আর ক্রমেই প্রাধান্য বাড়বে মোদি-শাহদের ৷ কিন্তু, মহারাষ্ট্র-হরিয়ানা বিধানসভা নির্বাচন কোথায় যেন একটা খোঁচা দিয়ে গেল ৷

দুই রাজ্যের বিধানসভা ভোট ঘিরে প্রথম থেকেই আলাদা করে একটা উত্তেজনা কাজ করছিল ৷ একদিকে, এই দুই রাজ্যেই নতুন মুখকে মুখ্যমন্ত্রী করে চমক দিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ তরুণ দেবেন্দ্র ফড়নবিশকে মহারাষ্ট্রের মসনদে বসিয়ে ফটকা খেলার চেষ্টা করেছিলেন ৷ ভোট প্রচারে গিয়ে বার বার দেবেন্দ্রর প্রশংসাও শোনা গেছিল মোদির মুখে৷ যদিও ফল প্রকাশের পর দিনের শেষে কিছুটা হলেও ধাক্কা এল গেরুয়া শিবিরে ৷ সন্দেহ নেই এবারও মহারাষ্ট্রে BJP-শিবসেনা জোট ক্ষমতায় আসছে ৷ সব কিছু ঠিকঠাক থাকলে দেবেন্দ্র ফড়নবিশই দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন ৷ কিন্তু, গতবারের থেকে এ বার আসন সংখ্যা কিছুটা কমেছে জোটের ৷ যদিও, তাঁর পছন্দের দেবেন্দ্রের 'দোষ' দেখতে চান না মোদি ৷ তাই তো ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যেই দেবেন্দ্রকে শুভেচ্ছা জানালেন স্বয়ং মোদি ৷ আজ দিল্লিতে দলের সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন মোদি ৷ সেখানেই তিনি দেবেন্দ্র ফড়নবিশ এবং মনোহর লাল খট্টরকে অভিনন্দন জানান ৷

মোদি আজ বলেন, " যে ভাবে এই দু'জন রাজ্যের জন্য কাজ করেছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ তাঁরা দু'জনই প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ কিন্তু, যে ভাবে কাজ করেছেন, তা সত্যিই অসাধারণ ৷" প্রধানমন্ত্রী আরও বলেন, হরিয়ানা এবং মহারাষ্ট্র এই দুই রাজ্যেই একাধিক সমস্যা ছিল, যখন দেবেন্দ্র এবং খট্টর মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷ কিন্তু, তাঁরা তাঁদের নিজেদের দক্ষতা এবং প্রতিভার গুণে সব সমস্যা সমাধানের চেষ্টা করে গেছেন ৷ বহু ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছেন ৷"

এ দিন মোদি আরও বলেন, "মহারাষ্ট্রের মানুষ যে ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ ৷" আগামী দিনে মহারাষ্ট্রের উন্নয়নে সরকার আরও কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন মোদি ৷ এর পরই মোদির দাবি, খুব কম সরকারই পাঁচ বছর পর ফিরে আসে ৷ যারা কাজ করে, তারাই সাধারণ মানুষের সমর্থন পায় ৷ দেবেন্দ্র ফড়নবিশের প্রশংসা করে প্রধানমন্ত্রী দাবি, "50 বছরের মধ্যে মহারাষ্ট্রে এমন কেউ মুখ্যমন্ত্রী হননি ৷" পাশাপাশি, হরিয়ানায় ফল অপেক্ষাকৃত খারাপ হলেও সেখানকার ভোটারদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি ৷ খট্টরের প্রশংসাও শোনা গেছে তাঁর মুখ থেকে ৷

আজ প্রধানমন্ত্রী দীপাবলির আগাম শুভেচ্ছাও জানান দেশবাসীদের ৷ শুভেচ্ছা জানান দলের কর্মী-সমর্থকদেরও ৷

Last Updated : Oct 24, 2019, 9:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details