দিল্লি, 24 অক্টোবর : ইতিহাস বলে, আজকের দিনটা দেখে আগামী কাল বিচার করা ঠিক নয়৷ আর যদি সেটাই ধ্রুব সত্যি বলে মেনে নিতে হয়, তাহলে তার বড় উদাহরণ হতে পারে মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা ভোট ৷ গত লোকসভা নির্বাচনে দেশজুড়ে উড়েছিল গেরুয়া আবির ৷ মনে করা হচ্ছিল, দিন যত এগোবে কংগ্রেস-সহ অন্যান্যরা ততই পিছনের সারিতে চলে যাবে ৷ আর ক্রমেই প্রাধান্য বাড়বে মোদি-শাহদের ৷ কিন্তু, মহারাষ্ট্র-হরিয়ানা বিধানসভা নির্বাচন কোথায় যেন একটা খোঁচা দিয়ে গেল ৷
দুই রাজ্যের বিধানসভা ভোট ঘিরে প্রথম থেকেই আলাদা করে একটা উত্তেজনা কাজ করছিল ৷ একদিকে, এই দুই রাজ্যেই নতুন মুখকে মুখ্যমন্ত্রী করে চমক দিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ তরুণ দেবেন্দ্র ফড়নবিশকে মহারাষ্ট্রের মসনদে বসিয়ে ফটকা খেলার চেষ্টা করেছিলেন ৷ ভোট প্রচারে গিয়ে বার বার দেবেন্দ্রর প্রশংসাও শোনা গেছিল মোদির মুখে৷ যদিও ফল প্রকাশের পর দিনের শেষে কিছুটা হলেও ধাক্কা এল গেরুয়া শিবিরে ৷ সন্দেহ নেই এবারও মহারাষ্ট্রে BJP-শিবসেনা জোট ক্ষমতায় আসছে ৷ সব কিছু ঠিকঠাক থাকলে দেবেন্দ্র ফড়নবিশই দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন ৷ কিন্তু, গতবারের থেকে এ বার আসন সংখ্যা কিছুটা কমেছে জোটের ৷ যদিও, তাঁর পছন্দের দেবেন্দ্রের 'দোষ' দেখতে চান না মোদি ৷ তাই তো ফল প্রকাশের কিছুক্ষণের মধ্যেই দেবেন্দ্রকে শুভেচ্ছা জানালেন স্বয়ং মোদি ৷ আজ দিল্লিতে দলের সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন মোদি ৷ সেখানেই তিনি দেবেন্দ্র ফড়নবিশ এবং মনোহর লাল খট্টরকে অভিনন্দন জানান ৷