দিল্লি, 15 এপ্রিল : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা BJP নেতা যোগী আদিত্যনাথ ও বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন।
যোগী ও মায়াবতীর উপর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের
নির্বাচন কমিশন যোগী আদিত্যনাথ ও মায়াবতীর উপর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আপত্তিকর মন্তব্য করার জন্য এই নির্দেশ কমিশনের।
কাল সকাল 6 টা থেকে আগামী 72 ঘণ্টা নির্বাচনী প্রচার করতে পারবেন না যোগী আদিত্যনাথ। কাল সকাল 6 টা থেকে 48 ঘণ্টা অবধি প্রচার বন্ধ রাখতে হবে মায়াবতীকেও। তাঁদের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগ তুলেছে নির্বাচন কমিশন। বক্তব্য রাখার সময় তাঁরা আপত্তিকর মন্তব্য করেন বলে কমিশন সূত্রে খবর।