পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে বিধানসভা ভোট 8 ফেব্রুয়ারি, চালু নির্বাচনী বিধি - কেজরিওয়াল

দিল্লি বিধানসভার নির্বাচনের সূচি ঘোষণা নির্বাচন কমিশনের ৷ আগামী 8 ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন হবে ৷

Delhi Amssembly Election
দিল্লি বিধানসভা নির্বাচন

By

Published : Jan 6, 2020, 4:39 PM IST

Updated : Jan 6, 2020, 5:52 PM IST

দিল্লি, 6 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা আজ এই ঘোষণা করেন ৷ তিনি জানান, 8 ফেব্রুয়ারি এক দফাতেই হবে নির্বাচন ৷ ফল ঘোষণা 11 ফেব্রুয়ারি ৷

নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আজ থেকেই রাজধানীতে চালু হয়ে গেল নির্বাচনী বিধি ৷ 1 ফেব্রুয়ারি বাজেট নিয়ে বক্তব্য রাখার সময় রাজ্যভিত্তিক কোনও প্রকল্পের কথাও ঘোষণা করা যাবে না বলে জানিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনের তরফে ৷

22 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে দিল্লি বিধানসভার ৷ তার আগেই নতুন সরকার গঠন করতে হবে ৷ 70 টি আসনের এই বিধানসভায় শেষবার কেজরিওয়ালের দল পেয়েছিল 67 টি আসন ৷ অন্যদিকে দ্বিতীয় মোদি সরকারের কাছে দিল্লি বিধানসভা বড় চ্যালেঞ্জ হতে চলেছে ৷ গত বছরের ডিসেম্বরেই ঝাড়খণ্ডে বিরোধী জোটের সামনে মুখ থুবড়ে পড়েছিল গেরুয়া শিবির ৷ তবে নমো 2.0 সরকার গঠনের সময়ে দিল্লি থেকে 7টি লোকসভা আসনই পেয়েছিল BJP ৷

গত বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে জয়ী হয়েছিল আম আদমি পার্টি ৷ 70 টি আসনের মধ্যে AAP-এর দখলে ছিল 67 টি ৷ বাকি 3টি পেয়েছিল BJP ৷ দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস ৷ ব্যাপক এই জয়ের পরেও কেজরিওয়াল সরকার ফের নির্বাচনের দাবি জানিয়েছিল

শতাংশের নিরিখেও 2015 সালের বিধানসভা নির্বাচনে এগিয়ে ছিল কেজরিওয়াল সরকার ৷ 54.3 শতাংশ ভোট এসেছিল AAP-এর পকেটে ৷ BJP পায় 32.3 শতাংশ ভোট ৷ কংগ্রেস পেয়েছিল 9.7 শতাংশ ৷

এবারের বিধানসভা নির্বাচনে বড় বাজি হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জী ৷ পাশাপাশি দিল্লির দূষণ থেকে শুরু করে জোড়-বিজোড় আইন, সবকিছুই এবারের নির্বাচনে বড় নির্ণায়ক ভূমিকা নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

Last Updated : Jan 6, 2020, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details