দিল্লি, ১৫ মে: রাহুল গান্ধি যদি প্রধানমন্ত্রী হন, তাতে তৃণমূল সুপ্রিমোর কোনও অসুবিধা হবে না । কিন্তু কোনওভাবেই কেন্দ্রে নরেন্দ্র মোদিকে আরও একবার প্রধানমন্ত্রীর আসনে বসতে দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্য়ায় । দাবি তৃণমূল সূত্রের । এদিকে, DMK নেতা এম কে স্ট্যালিন গতকাল আরও একবার দাবি করেন, রাহুলই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী । সূত্রের দাবি, পরবর্তী প্রধানমন্ত্রী রাহুল গান্ধি- স্ট্যালিনের এই মন্তব্যে কোনও অসুবিধা নেই । প্রধানমন্ত্রী যেই হোক না কেন, সকলেই চাইছেন প্রধানমন্ত্রী মোদি যেন না হন !
সম্প্রতি, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দক্ষিণের সবকটি আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন । তৃণমূল সূত্রের দাবি, সব আঞ্চলিক দলগুলো একজোট হয়ে মোদিকে দিল্লি থেকে হটানোর চেষ্টা করছে । মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন । গত বছরই চন্দ্রশেখর মমতার সঙ্গে অ-BJP দলগুলোর জোট নিয়ে একপ্রস্থ বৈঠক করেন । বৈঠক শেষে তিনি জানান, আলোচনার স্বার্থে ও মোদিকে হটাতে আবারও রাজ্যে আসতে পারেন ।