পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নেপালের রিসর্টে 8 ভারতীয়র মৃত্যু - Gas Leak In Room Of Nepal Resort

কাঠমাণ্ডু প্রশাসনের তরফে জানানো হয়েছে মৃতদের নাম, কুমার নায়ার (39), স্মরণ্যা (34), রণজিৎ কুমার (39), ইন্দু (34), শ্রীভদ্র (9), অভিনব (9), আবি (7) ও বৈষ্ণব (2) ৷

NEPAL
নেপাল

By

Published : Jan 21, 2020, 6:16 PM IST

Updated : Jan 21, 2020, 7:14 PM IST

কাঠমাণ্ডু, 21 জানুয়ারি : নেপালে বেড়াতে গিয়ে মৃত্যু হল আট ভারতীয়র ৷ নেপালের একটি রিসর্টে অচৈতন্য অবস্থায় আটজনকে উদ্ধার করা হয় ৷ সেখান থেকে তাঁদের HAMS হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ সংবাদমাধ্যর একাংশে প্রকাশ, অজানা গ্যাসের কারণে অজ্ঞান হয়ে পড়েছিলেন তাঁরা ৷ গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে নেপাল প্রশাসনের তরফে ৷

কাঠমাণ্ডু প্রশাসনের তরফে জানানো হয়েছে মৃতদের নাম, কুমার নায়ার (39), স্মরণ্যা (34), রণজিৎ কুমার (39), ইন্দু (34), শ্রীভদ্র (9), অভিনব (9), আবি (7) ও বৈষ্ণব (2) ৷ কেরালা সরকারের তরফে জানানো হয়েছে, মৃতদেহগুলিকে ফিরিয়ে আনার জন্য সবরকম ব্যবস্থা রাজ্যের তরফে করা হবে ৷ মুখ্যমন্ত্রী বিজয়ন আটজনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷

শোকপ্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রকও ৷ টুইট করে মন্ত্রক জানিয়েছে, "নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির দিকে নজর রাখছে ৷ মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে দূতাবাস ৷ তাদের সবরকম সাহায্য করা হচ্ছে ৷ এই মৃত্যুতে আমরা মর্মাহত ৷"

মাকওয়ানপুরের (নেপালের একটি জেলা) পুলিশ সুপার সুশীল সিং জানান, "নেপালে 15 জন বেড়াতে এসেছিলেন ৷ যে আটজন মারা গেছেন তাঁরা সবাই গতরাতে একটি ঘরে ঘুমিয়েছিলেন ৷ ঘর গরম রাখার জন্য গ্যাস হিটার চালিয়ে রেখেছিলেন ৷ প্রাথমিকভাবে অনুমান, সেই গ্যাসের কারণে ঘরে অক্সিজেন কমে যায় ৷ কার্বন মনোক্সাইড বেড়ে যায় ৷ যার জেরে মারা যান তাঁরা ৷ তবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে ৷"

কাঠমাণ্ডুর HAMS হাসপাতালের এক আধিকারিক জানান, "ওই আটজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় ৷ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷"

Last Updated : Jan 21, 2020, 7:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details