মুম্বই, 21 মার্চ : অ্যাসল্ট রাইফেল হাতে দাঁড়িয়ে আছে জইশ প্রধান মাসুদ আজ়হার। দাউদাউ করে জ্বলছে তার কুশপুতুল। উল্লাসে ফেটে পড়ছে জনতা। বন্দে মাতারম ধ্বনি উঠছে চারদিকে। হোলিকা দহনের সন্ধ্যায় এই দৃশ্যই দেখা গেল মুম্বইয়ে।
হোলিকা দহনে মাসুদ আজ়হার, কুশপুতুল জ্বালাল জনতা - Masood Azhar
হোলিকা দহনে জইশ প্রধান মাসুদ আজ়হারের কুশপুতুল জ্বালিয়ে উৎসবে মাতল মুম্বইয়ের জনতা।
মাসুদ আজ়হারের কুশপুতুল
শত্রু বিনাশে গোটা দেশে পালন হয় হোলিকা দহন। মুম্বইয়ের ওরলির বাসিন্দারাও মেতে ওঠেন উৎসবে। তবে এবারে উৎসব পালনের ধরন একটু আলাদা। হোলিকা দহনে বেছে নেওয়া হয়েছে জইশ প্রধান মাসুদ আজ়হারকে। তার কুশপুতুলে রকেট ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে বন্দেমাতারম ধ্বনি তোলে জনতা।