দিল্লি, 19 অক্টোবর: নোবেলজয়ের পর থেকে শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ দেশবিদেশের তরফে মিলেছে বাহবা-প্রশংসা ৷ তবে তির্যক মন্তব্যও যে শুনতে হয়নি ভারতের ভূমিপুত্রকে, এমনটা কিন্তু নয় ৷ গতকাল (শুক্রবার) নোবেলজয়ীর দিকে উড়ে এল বিদ্রুপ৷ কটাক্ষ করলেন এক কেন্দ্রীয় মন্ত্রী ৷
পুনেতে এক সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী পীযূষ গোয়েল নোবেলজয়ীকে শুভেচ্ছা জানান ৷ গোয়েলের কথায়, অভিজিতের বাম মনোভাবাপন্ন রাজনীতির আদর্শ দেশের মানুষ বাতিল করে দিয়েছেন৷ পীযূষ গোয়েলের মত, অভিজিৎ বাবুর চিন্তাভাবনার কথা সকলেরই জানা ৷ কিন্তু উনি সম্পূর্ণ একজন বামপন্থী ৷ এরপর কংগ্রেসের ন্যায় প্রকল্পের গুণগান করেছেন নোবেলজয়ী, যা দেশবাসী গ্রহণ করেননি এমনটাও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷
পীযূষের দাবি, ভারতীয়রা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন অভিজিৎ বাবুর ভাবনাকে ৷ লোকসভা নির্বাচনের আগে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ‘ন্যায়’ প্রকল্পের খসড়া তৈরিতে সাহায্য করেছিলেন । নোবেল ঘোষণার দিনে সেই প্রসঙ্গে বক্তব্যও পেশ করেন রাহুল ৷