দিল্লি, 19 ডিসেম্বর : সামনেই 5টি রাজ্যের বিধানসভা নির্বাচন ৷ তাঁর আগে রাজ্যগুলির মুখ্য় নির্বাচনী আধিকারিক ও মুখ্যসচিবের কাছে নির্বাচনের কাজে নিযুক্ত অফিসারদের বদলি বা নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা পাঠাল জাতীয় নির্বাচন কমিশন ৷
অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও সিকিমে কয়েকমাস পর বিধানসভা নির্বাচন ৷ 2021 সালের মে মাসের পর থেকেই বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে এই রাজ্যগুলিতে ৷
নির্বাচন কমিশনের 18 ডিসেম্বরের নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে, কমিশন একটি নির্দিষ্ট নীতি অনুসরণ করে ৷ সেই নীতি অনুসারে সে সকল আধিকারিকরা (যারা যে রাজ্যে আসন্ন নির্বাচন আছে) নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকবেন তাঁদের নিজের জেলায় ও যেখানে তাঁরা দীর্ঘদিন ধরে কাজ করছেন, সেখানে নিয়োগ করা যাবে না ৷"
আরও পড়ুন :-'21-এর নির্বাচনে দায়িত্ব দেওয়া হোক কেন্দ্রীয় সরকারি কর্মীদের, কমিশনে আর্জি বিজেপি-র
সময়মতো ও কঠোরভাবে এই উপদেষ্টা পালনের কথা বলা হয়েছে ৷ একইসঙ্গে আধিকারিকদের কাছ থেকে এই নিয়ে জবাবও চেয়েছে কমিশন ৷