দিল্লি, 24 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্যের জন্য BJP নেতা কপিল মিশ্রকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন ৷ 8 ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ৷ ওই দিন দিল্লির রাস্তায় ভারত-পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মন্তব্য করেছিলেন কপিল মিশ্র ৷ নির্বাচনের আগে এই মন্তব্যের জন্যই তাঁকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন ৷
কার্যত ওই টুইটে দিল্লির বিধানসভা নির্বাচনকে ভারত-পাকিস্তান সংঘর্ষের সঙ্গে তুলনা করা হয়েছে ৷ কপিল মিশ্রের এই টুইটের পরে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন ৷ 24 ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হয় মুখ্য নির্বাচনী আধিকারিককে ৷ সূত্রের খবর, কপিল মিশ্রকে এই টুইটের জন্য নির্বাচন কমিশনের বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে ৷