পটনা , 16 সেপ্টেম্বর : ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর বিহারের বেশ কয়েকটি জেলা ৷ আজ সকালে এই কম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.4 ৷ তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷
ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর বিহারের কিছু অংশ - উত্তর বিহারে ভূমিকম্প
আজ ভোর 5 টা 4 মিনিটে তীব্র ভূকম্পন অনুভূত হয় নেপালে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.4 ৷ কাঠমাণ্ডু থেকে 50 কিলোমিটার পূর্বে ছিল এর উৎসস্থল ৷ এরই প্রভাব পড়ে উত্তর বিহারের কিছু অংশে ৷
![ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর বিহারের কিছু অংশ Earthquake](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:51:28:1600222888-768-512-8708972-718-8708972-1599460901087-1409newsroom-1600063434-292.jpg)
আজ ভোর 5 টা 4 মিনিটে তীব্র ভূকম্পন অনুভূত হয় নেপালে ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.4 ৷ কাঠমাণ্ডু থেকে 50 কিলোমিটার পূর্বে ছিল এর উৎসস্থল ৷ এরই প্রভাব পড়ে উত্তর বিহারের কিছু অংশে ৷ আতঙ্কে বাসিন্দারা কিছুক্ষণের জন্য রাস্তায় নেমে আসেন ৷ তবে নেপাল বা উত্তর বিহার কোনও জায়গায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷
এর আগে 2015 সালে নেপালে ভূমিকম্প হয় ৷ সেইসময় ভূমিকম্পের ভালোই প্রভাব পড়েছিল নেপালে ৷ অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল ৷ বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন ৷ 2015-র পর ফের আবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ৷