রাজকোট, 15 জুন : 24 ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভূমিকম্প গুজরাতে । এবার রিখটার স্কেলে 4.4 । ক্ষয়ক্ষতির এখনও কোনও খবর পাওয়া যায়নি । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, আজ দুপুর 12 টা 57 নাগাদ রাজকোট থেকে 83 কিলোমিটার দূরে ভূকম্পন অনুভূত হয় । এপিসেন্টার কোথায় তা এখনও জানা যায়নি ।
গতকাল রাত প্রায় 8.13 নাগাদ গুজরাতের রাজকোটেই ভূকম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.5 । ভূমিকম্পের এপিসেন্টার ছিল রাজকোট থেকে 118 কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে । আজকের কম্পন গতকাল আফটার এফেক্ট কি না তা জানা যায়নি ।
গতকাল কম্পন অনুভূত হয় আহমেদাবাদেও । রাজকোট, আহমেদাবাদ ছাড়া কচ্ছ, পাটান ও অন্য শহরগুলিতেও কম্পন অনুভূত হয় । ভূকম্পনের এলাকাটি ছিল ভূজ থেকে প্রায় 85 কিলোমিটার দূরে ।