পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের ভূমিকম্প মিজ়োরামে - মিজ়োরামে ভূমিকম্প

এই নিয়ে সাত দিন কম্পন অনুভূত হল মিজ়োরামে । গতকাল মিজ়োরামের পাশাপাশি কম্পন অনুভূত হয় নাগাল্যান্ডেও ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jun 25, 2020, 8:06 AM IST

আইজ়ল, 25 জুন : 24 ঘণ্টায় ফের ভূমিকম্প মিজ়োরামে । আবারও কম্পন অনুভূত হয় চম্পাইয়ে । রিখটার স্কেলে মাত্রা 4.5 । রাত 1 টা 14 মিনিট নাগাদ চম্পাইয়ের 21 কিমি দক্ষিণে ভূকম্পন অনুভূত হয় । উৎসস্থল জানা যায়নি । এই নিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকবার কাঁপল মিজ়োরাম ।

গতকাল সকাল 8 টা 2 মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয় মিজ়োরামের চম্পাইয়ের 31 কিমি দক্ষিণ-পশ্চিমে । রিখটার স্কেলে মাত্রা ছিল 4.1 । কম্পনের উৎসস্থল এর থেকে 10 কিমি গভীরে । এর কয়েকঘণ্টা আগেই 23 তারিখ সন্ধে 7টা নাগাদ এই এলাকায় কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে মাত্রা ছিল 3.7 ।

18 জুন রাতেও ভূকম্পন অনুভূত হয়েছিল মিজ়োরাম সহ উত্তর-পূর্ব ভারতের কয়েকটি এলাকায় । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.0 । ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার গভীরে ছিল কম্পন হয়েছিল । উৎসস্থল ছিল মিজ়োরামের চম্পাই জেলা । তারপর আবারও এই এলাকায় মৃদু কম্পন অনুভূত হয় ।

এরপর 21 জুন বিকেলে ফের কম্পন অনুভূত হয় মিজ়োরামে । রিখটার স্কেলে তীব্রতা ছিল 5.1 । ভূপৃষ্ঠ থেকে 35 কিলোমিটার গভীরে কম্পন হয়েছিল বলে জানায় ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি । 24 ঘণ্টা পেরোতে না পেরোতেই 22 জুন ভোরে আবারও কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে মাত্রা ছিল 5.5 ৷ ভোর 4টে 10 মিনিটে কম্পন অনুভূত হয় ৷ উৎসস্থান ছিল সেই মিজ়োরামের চম্পাই জেলাই ।

এই সংক্রান্ত আরও খবর : 3 দিনে দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল মিজ়োরাম

গতকাল মিজ়োরামের পাশাপাশি কম্পন অনুভূত হয় নাগাল্যান্ডেও । রাত 3টে 3 নাগাদ নাগাল্যান্ডের ওখা থেকে 9 কিমি উত্তর ও উত্তর-পশ্চিমে কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে মাত্রা ছিল 3.8 ।

ABOUT THE AUTHOR

...view details