পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের ভূমিকম্প মিজ়োরামে - মিজ়োরামে ভূমিকম্পের খবর

ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল মিজ়োরাম । আজ বিকেল 5টা 26 মিনিটে সেখানকার বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয় ।

Earthquake in Mizoram
ছবি সৌজন্যে ANI

By

Published : Jul 5, 2020, 6:27 PM IST

Updated : Jul 5, 2020, 6:56 PM IST

আইজ়ল, 5 জুলাই : ফের একবার ভূমিকম্প মিজ়োরামে । আজ বিকেল 5টা 26 মিনিটে মিজ়োরামের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.6 । ন্যাশনাল সেন্টার ফর সিসমোগ্রাফির থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল মিজ়োরামের চাম্পাইয়ের থেকে 25 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ।

ভূপৃষ্ঠ থেকে 77 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল । কয়েকদিন ধরে একের পর এক কম্পন অনুভূত হয়েছে মিজ়োরামের বিভিন্ন এলাকায় । শেষ দু'দিন ধরে ফারকোয়ান, খুয়াংথিঙ্গ, খাবুঙ্গ, থেকপুই, জ়লসেই সহ ভারত-মায়ানমার সীমান্তের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে ।

মিজ়োরামে একের পর এক কম্পনের খবর সামনে আসায় সম্প্রতি উদ্বেগপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও । 22 জুন এবিষয়ে মিজ়োরামের মুখ্যমন্ত্রী জ়োরামথাঙ্গার সঙ্গে ফোনে কথাও বলেছিলেন তিনি । ভূমিকম্পের ফলে মিজ়োরামে যা যা সমস্যা তৈরি হয়েছে তাতে সর্বোতভবে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী ।

শুধুমাত্র মিজ়োরামই নয়, কয়েকদিন ধরেই দিল্লি সহ উত্তর ভারতের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হচ্ছিল । দিল্লি, গুজরাত থেকে শুরু করে জম্মু-কাশ্মীর । এর আগে গুরুগ্রামে কম্পন অনুভূত হয়েছিল । রিখটার স্কেলে তীব্রতা ছিল 2.1 । এখনও পর্যন্ত দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা মিলে শেষ দু'মাসে 14 বারেরও বেশি কম্পন অনুভূত হয়েছে ।

Last Updated : Jul 5, 2020, 6:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details