শ্রীনগর, ১৮ ফেব্রুয়ারি : ভুমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের একাংশ। আজ ভোর ৪ টে ২৩ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২। ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে, শ্রীনগর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব।
ভুমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর - no loss
ভুমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের একাংশ। আজ ভোর ৪ টে ২৩ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২। ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার গভীরে, শ্রীনগর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব।
ছবিটি প্রতীকী
মাত্র কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। আতঙ্কের জেরে সকলে ঘর বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে ৬ ফেব্রুয়ারি ভূমিকম্প হয়েছিল কাশ্মীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬।