পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দো-মায়ানমার বর্ডার এলাকা - mayanmar

ফের ইন্দো- মায়ানমার বর্ডারে ভূমিকম্প ৷ সকাল 6টা বেজে 42 মিনিটে কম্পন অনুভূত হয় ৷ তবে হতাহতের কোনও খবর নেই ৷

image
মায়ানমারে ভূমিকম্প

By

Published : Dec 2, 2019, 8:23 AM IST

মায়ানমার, 2 ডিসেম্বর : ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দো-মায়ানমার বর্ডার এলাকা ৷ আজ সকাল 6.42 মিনিটে কম্পন অনুভূত হয় ৷ ইন্দো-মায়ানমার বর্ডারই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু বলে খবর ৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূ-কম্পের মাত্রা ছিল 4.5 ৷ তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷

ভূকম্পের জেরে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডেও কম্পন অনুভূত হয় ৷ এর আগে 29 নভেম্বরও কেঁপে ওঠে মায়ানমার ৷ সেদিন রাত 11টা 20 মিনিটে কম্পন অনুভূত হয়েছিল ৷ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও ভূ-কম্পের প্রভাব লক্ষ্য করা গেছিল ৷

ABOUT THE AUTHOR

...view details