পিথোরাগড়, 12 নভেম্বর : ভূমিকম্পে কাঁপল উত্তরাখণ্ড ৷ আজ সকাল সাড়ে 7 টা নাগাদ উত্তরাখণ্ডের পিথোড়াগড়ে ভূকম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5 ৷ কম্পন অনুভূত হয় বাগেশ্বরেও ৷ ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি ৷
ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড, তীব্রতা 4.5 - উত্তরাখণ্ডে ভূমিকম্প
ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড ৷ আজ সকাল সাড়ে 7 টা নাগাদ উত্তরাখণ্ডের পিথোড়াগড়ে ভূকম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.5 ৷ কম্পন অনুভূত হয় বাগেশ্বরেও ৷
ভূমিকম্পে কেপে উঠল উত্তরাখণ্ড
ভূমিকম্পের কেন্দ্র ছিল পিথোরাগড় জেলার ভারত নেপাল সীমান্তের কাছে ধারচুলা ৷ ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নিচে ছিল এই কম্পনের কেন্দ্র ৷ কম্পনটি মাত্র কয়েক সেকেন্ড অনুভূত হলেও এর তীব্রতা ছিল ব্যাপক ৷ পিথোরাগড় সহ বাগেশ্বর, আলমোড়া ও চম্পাবত জেলার একাধিক অঞ্চলে কম্পন অনুভূত হয় ৷
পিথোড়াগড় জেলা দুর্যোগ মোকাবিলা আধিকারিক শিখা সুয়াল ইতিমধ্যে জেলার সমস্ত অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির খতিয়ান জানতে চেয়েছেন ৷
Last Updated : Nov 12, 2019, 3:36 PM IST