দিল্লি, 11 নভেম্বর : বিহারে ভোট গণনা পর্ব প্রায় শেষের দিকে ৷ চলছে হাড্ডাহাড্ডি লড়াই ৷ এরই মধ্যে টুইট নরেন্দ্র মোদির ৷ টুইটারে তিনি লেখেন, "বিহারের প্রতিটি ভোটার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে, তাঁদের কাছে সবার আগে উন্নয়ন ৷"
তিনি লিখেছেন, "বিহার গোটা বিশ্বকে গণতন্ত্রের প্রথম পাঠ শিখিয়েছে । আজ বিহার বিশ্বকে আবার বলেছে কীভাবে গণতন্ত্রকে শক্তিশালী করা যায় । বিহারের রেকর্ড সংখ্যক দরিদ্র, বঞ্চিত এবং মহিলারা ভোটও দিয়েছেন এবং উন্নয়নের জন্য তাঁদের মত দিয়েছেন ৷"
দ্বিতীয় একটি টুইটে তিনি লেখেন, "বিহারের প্রতিটি ভোটার স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে, তাঁদের কাছে সবার আগে উন্নয়ন । বিহারে 15 বছর পরে আবারও NDA-র সুশাসনের আশীর্বাদ মিলছে ৷ স্পষ্ট হচ্ছে বিহারের স্বপ্ন আর প্রত্যাশাগুলি ৷"
অন্য একটি টুইটে নরেন্দ্র লেখেন, "বিহারের যুব সমাজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই নতুন দশক বিহারের জন্য হবে এবং আত্মনির্ভর বিহারের রোডম্যাপ । বিহারের যুবকরা তাঁদের শক্তি এবং NDA-র সংকল্পের উপর ভরসা করেছেন । এই যুব শক্তি NDA-কে এখন আগের চেয়ে আরও বেশি পরিশ্রমী হতে উৎসাহিত করেছে ।"
এখনও পর্যন্ত বিহারে 243 টি আসনের মধ্যে 203 টির গণনা শেষ হয়েছে ৷ এই মুহূর্তে 102 টি আসনে জিতে রয়েছে NDA জোট ৷ এর মধ্যে BJP পেয়েছে 60 টি আসন ও JD(U) পেয়েছে 34 টি আসন ৷ অন্যদিকে মহাজোট জিতে রয়েছে 93 টি আসনে ৷ এর মধ্যে RJD 64 টি, কংগ্রেস 16 টি ও বামেরা 13 টি আসন জিতে রয়েছে ৷