দিল্লি, 27 অক্টোবর : সবে দুর্গাপুজো শেষ হয়েছে । হাইকোর্টের নির্দেশিকা ও প্রশাসনের কড়াকড়ি থাকার পরও একাধিক জায়গায় ভিড় করে পুজো দেখার ছবি নজরে এসেছে । এরই মাঝে বেড়েছে রাজ্যের দৈনিক কোরোনা সংক্রমণ । দৈনিক সংক্রমণ প্রতিদিনই চার হাজারের উপর রয়েছে । দু'দিন অন্তর সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হচ্ছে, ভাঙছে, আবার তৈরি হচ্ছে নতুন রেকর্ড । পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রকও ।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র, কর্নাটক ও দিল্লিতে কোরানার সংক্রমণের হার বেড়েছে । শেষ 24 ঘণ্টায় দেশে মোট কোরোনায় মৃতের 58 শতাংশ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে । এগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, কর্নাটক ও দিল্লি ।
দেশে বর্তমানে মোট কোরোনা আক্রান্তের 78 শতাংশ রয়েছে দশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে । দেশে বর্তমানে কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার 90.62 শতাংশ । কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব আজ জানিয়েছেন, "দেশে সুস্থতার হার দিন দিন বাড়ছে এবং এটি একটি ভালো লক্ষণ ।"