দিল্লি, 29 অক্টোবর : উপাচার্য যোগেশ ত্যাগীর পর এবার সাসপেন্ড করা হল দিল্লির দয়াল সিং কলেজের চেয়ারম্যান রাজীর নয়নকে ৷ উপাচার্য যোগেশ ত্যাগীর সমর্থনে মুখ খুলেছিলেন রাজীব নয়ন ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নির্দেশে ত্যাগীকে সাসপেন্ড করা হয় ৷ তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ত্রুটি ও কর্তব্যে গাফিলতির অভিযোগ আছে ৷
রাজীব নয়ন দয়াল সিং কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন ৷ তাঁকে সাসপেন্ডের নোটিস দেন জয়েন্ট রেজিস্টার এস কে ডোগরা ৷ বিতর্ক তৈরি হওয়ার পর সোশাল মিডিয়ায় যোগেশ ত্যাগীর সমর্থনে একটি বার্তা পোস্ট করেন রাজীব নয়ন ৷ যোগেশ ত্যাগীর ভূয়সি প্রশংসা করেন রাজীববাবু ৷ বিযয়টি ভালো চোখে নেয়নি কলেজ কর্তৃপক্ষ ৷ তারপরই তাঁকে সাসপেন্ডের নোটিস দেওয়া হয় ৷