পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রায় 5 কোটি টাকার মাদক উদ্ধার মিজোরামে - মাদক উদ্ধার

1984 সাল থেকে মিজোরামে প্রায় 1630 জন মাদকাসক্ত হওয়ার কারণে মারা গিয়েছেন ৷ যার মধ্যে 131 জন মহিলা রয়েছেন ৷ 2020 সালে ড্রাগের নেশায় মোট 50 জন মারা গিয়েছেন ৷ এছাড়াও আরও অনেককে নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়েছে ৷ জানুয়ারি মাস জুড়ে উদ্ধার হওয়া 1 কিলো 219 গ্রাম মাদকের বাজারদর প্রায় 4 কোটি 87 লাখ 24 হাজার টাকা বলে জানা গিয়েছে ৷

drugs-worth-rs-487-24000-seized-in-mizoram-during-january
প্রায় 5 কোটি টাকার মাদক উদ্ধার মিজোরামে

By

Published : Jan 31, 2021, 9:36 PM IST

আইজল, 31 জানুয়ারি : মিজোরাম থেকে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গত 29 তারিখ পর্যন্ত মোট 1 কিলো 219 গ্রাম মাদক উদ্ধার করল অসম রাইফেলসের জওয়ানরা ৷ 7, 16, 18, 21, 27 ও 29 জানুয়ারি বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে ৷ প্রসঙ্গত, মিজোরাম ভারতের একমাত্র রাজ্য যেখানে জনবসতির সবচেয়ে বেশি মানুষ মাদকাসক্ত ৷ যা শতাংশের বিচারে মিজোরামের আইজলে প্রায় 27.8% এবং ল্যাংটলই-এ 5.9%৷ মিজোরাম সরকারের সামাজিক উন্নয়ন দপ্তর ‘‘আ ওয়ার এগেন্সট ড্রাগস’’ নামে একটি অভিযান শুরু করেছে ৷ সেই অভিযানেই এই বিপুল পরিমাণ ড্রাগ উদ্ধার হয়েছে ৷ সেই সঙ্গে এই তথ্য়ও সামনে এসেছে ৷

প্রসঙ্গত, 1984 সাল থেকে মিজোরামে প্রায় 1630 জন মাদকাসক্ত হওয়ার কারণে মারা গিয়েছেন ৷ যার মধ্যে 131 জন মহিলা রয়েছেন ৷ 2020 সালে ড্রাগের নেশায় মোট 50 জন মারা গিয়েছেন ৷ এছাড়াও আরও অনেককে নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়েছে ৷ জানুয়ারি মাস জুড়ে উদ্ধার হওয়া 1 কিলো 219 গ্রাম মাদকের বাজারদর প্রায় 4 কোটি 87 লাখ 24 হাজার টাকা বলে জানা গিয়েছে ৷ এই মাদক চক্রের বিরুদ্ধে অসম রাইফেলের তরফে 2 জানুয়ারি থেকে একটি অভিযান শুরু করা হয়েছে ৷ আর দ্বিতীয় দফার অভিযান শুরু হয়েছিল 15 জানুৃয়ারি থেকে ৷ এই দুই দফাতেই এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন : অসমে বসবাসকারী মিজ়োদের নিরাপত্তা দিতে আর্জি মিজ়োরামের স্বরাষ্ট্রসচিবের

মাদকের বিরুদ্ধে এই অভিযান চলবে বলে জানিয়েছেন অসম রাউফেলস-র ডিআইজি ৷ পাশাপাশি মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী লালচামনিয়ানা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান চলছে ৷ এর পাশাপাশি মাদকের হাত থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details