জয়পুর, 30 মে : পঙ্গপালের দাপট রুখতে ড্রোনের সাহায্য নিল রাজস্থান । রাজ্যের কৃষি দপ্তরের তরফে চমু এলাকায় পরীক্ষামূলকভাবে ড্রোনের সাহায্যে কীটনাশক প্রয়োগ করা হয় । ভোরে স্থানীয়রা ওঠার আগেই কীটনাশক স্প্রে করার কাজ চলে ।
রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় ছেয়ে গেছে পঙ্গপাল । যার জেরে হেক্টর হেক্টর জমির ফসল নষ্ট হচ্ছে । প্রতিদিনই রাজ্যের কৃষি দপ্তরের আধিকারিকদের কাছে অভিযোগ জমা পড়ছে । সম্প্রতি রাজস্থানের চমু এলাকায় স্থানীয় MLA রামলাল শর্মার কাছে লোকজন জানায়, পঙ্গপালের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতে । নাহলে ফসল নষ্টে আগামী দিনে বিরাট ক্ষতির মুখে পড়বে চাষিরা । রামলালবাবু বিষয়টি কৃষি দপ্তরে জানান । তারপরই চমু এলাকায় বৃহস্পতিবার ভোরে দমকল বাহিনী, ট্রাক্টর ও স্প্রে করার গাড়ি নিয়ে পঙ্গপাল দমন অভিযান চালায় রাজস্থানের কৃষি দপ্তর । ড্রোনের সাহায্যে চলে কীটনাশক স্প্রে ।