কাশ্মীর, 10 ডিসেম্বর : ফের একবার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত ড্রোনের আনাগোনা ৷ জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টরে বুধবার রাতে ওই ড্রোন উড়তে দেখা যায় ৷ সীমান্তে মোতায়েন জওয়ানরা ড্রোনটিকে লক্ষ্য় করে গুলি চালালে সেটি পাকিস্তানের দিকে চলে যায় ৷ এমনই বিএসএফের তরফে জানানো হয়েছে ৷
সীমান্তে ড্রোন, গুলি চালালে ফিরে যায় - জম্মু ও কাশ্মীর
বিএসএফের তরফে জানানো হয়েছে, গতরাতে জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে ড্রোনের আনাগোনা দেখা গেছে ৷ বাহিনীর তরফে গুলি চালালে ড্রোনটি ফিরে যায় ৷ এর আগে গত মাসে মেন্ধর সেক্টরে লাইন অফ কন্ট্রোলে ড্রোন মুভমেন্ট লক্ষ্য় করা যায় ৷ অন্য়দিকে, সেপ্টেম্বরে পাকিস্তানের দিক থেকে দু’টি ড্রোনকে ভারতীয় ভূখণ্ডে উড়তে দেখা গিয়েছিল ৷
![সীমান্তে ড্রোন, গুলি চালালে ফিরে যায় drone-movement-spotted-at-international-border-in-j-ks-rs-pura-sector](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9826783-304-9826783-1607576289032.jpg)
আর এস পুরা সেক্টরের উড়ল ড্রোন, গুলি চালালে ফিরে যায় ড্রোন
এদিন বিএসএফের তরফে জানানো হয়েছে, গতরাতে জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে ড্রোনের আনাগোনা দেখা গেছে ৷ বাহিনীর তরফে গুলি চালালে ড্রোনটি ফিরে যায় ৷ এর আগে গত মাসে মেন্ধর সেক্টরে লাইন অফ কন্ট্রোলে ড্রোন মুভমেন্ট লক্ষ্য় করা যায় ৷ অন্য়দিকে, গত সেপ্টেম্বরে পাকিস্তানের দিক থেকে দু’টি ড্রোনকে ভারতীয় ভূখণ্ডে উড়তে দেখা গিয়েছিল ৷ তারপর থেকেই সেনার তরফে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে ৷