দিল্লি, 13 অক্টোবর : বাড়াতে হবে পারস্পরিক বিশ্বাস ৷ ড্রাগন ও হাতি হাতাহাতি করে নয় হাত মিলিয়ে নাচবে৷ পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করতে হবে ৷ ভারত ছাড়ার পর সেই বার্তাই দিলেন চিনের প্রেসিডেন্ট শি চিনপিং ৷
দু'দিনের ভারত সফর শেষে ফিরে এক বিবৃতিতে চিনপিং জানান, ভারত ও চিনকে একে অন্যের উন্নয়নের প্রতি একটি সঠিক দৃষ্টিভঙ্গি নিতে হবে ৷ পারস্পরিক বিশ্বাস বাড়াতে হবে ৷ দুই দেশেরই একে অন্যের ভালো প্রতিবেশী হওয়া উচিত ৷ যারা মিলেমিশে থাকে এবং হাতে হাত মিলিয়ে এগিয়ে চলে ৷ শি জানিয়েছেন, চিনের ড্রাগন ও ভারতের হাতির একসঙ্গে নাচই দুই দেশের পারস্পরিক সম্পর্ক মজবুত করার একমাত্র সঠিক পথ ৷ উভয় দেশ ও তাদের মানুষজনের স্বার্থে এই বিষয়টিই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ৷ অর্থাৎ ড্রাগন ও হাতি হাতাহাতি করে বা যুদ্ধ করে নয় হাতে হাত মিলিয়ে নাচতে পারে ৷ এর মাধ্যমেই দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়ে উঠবে ৷
এই সংক্রান্ত আরও পড়ুন : 'চেন্নাই কানেক্ট' দুই দেশের সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করবে : নরেন্দ্র মোদি
শি জানান, দুই দেশের মধ্যে যে পার্থক্য বা ভিন্নতা রয়েছে তা সঠিকভাবে দেখা উচিত ৷ দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক স্বার্থকে দুর্বল হতে দেওয়া যাবে না ৷ পাশাপাশি যে পার্থক্যগুলি বা ভিন্নতা রয়েছে তার সমাধান করতে হবে ৷ ক্রমাগত যোগাযোগের মধ্য দিয়ে বোঝাপড়ায় আসতে হবে ৷ দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সহযোগিতার প্রশস্ত রাস্তা বের করতে হবে ৷ নিজের উন্নয়নের পাশাপাশি ভারতের উন্নয়নে আশা রাখছে চিন ৷ পারস্পরিক সাফল্য অর্জনের পাশাপাশি একে অন্যকে আলোকিত করা উচিত দুই দেশের ৷